• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ত্রিদেশীয় সিরিজে অংশ নেবে বাংলাদেশ


ক্রীড়া প্রতিবেদক জানুয়ারি ৯, ২০১৭, ১০:০১ পিএম
ত্রিদেশীয় সিরিজে অংশ নেবে বাংলাদেশ

ঢাকা: মাশরাফি বিন মুর্তজা-মুশফিকুর রহীমদের জন্য এ বছরটা ঠাসা ক্রিকেট সূচির মাঝে কাটাতে হবে। নিউজিল্যান্ড সফর শেষ করে এসে তাদের ভারতে রওনা হতে হবে। এরপর মার্চে শ্রীলংকা সফর। আবার ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) থেকেও সবুজ সংকেত মিলেছে। তারাও বছরের যে কোন ফাঁকা সময়ে বাংলাদেশ সফর করতে পারে। এরমাঝে বাংলাদেশ ত্রিদেশীয় একটি সিরিজে খেলার জন্য আমন্ত্রণ পেয়েছে। যদিও দিনক্ষণ এখনও চূড়ান্ত হয়নি।

সোমবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রেসিডেন্ট নাজমুল হাসান নিজেই ত্রিদেশীয় সিরিজে আমন্ত্রণ পাওয়ার কথা জানিয়েছেন। তিনি বলেন,‘ আজ (৯ জানুয়ারী) সকালে আমাদের কাছে একটি ত্রিদেশীয় সিরিজে খেলার প্রস্তাব এসেছে। আমি কথা শুরু করেছি। তারা বাংলাদেশকে নিয়ে একটি ত্রিদেশীয় টুর্নামেন্ট খেলতে চায়। ওদের দ্বি-পাক্ষিক সিরিজ ছিল কিন্তু তারা আমাদের নিয়ে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায়।’

তবে কোন দেশ বাংলাদেশকে আমন্ত্রণ জানিয়েছে সেটা জানাননি নাজমুল হাসান। বিষয়টি প্রাথমিক অবস্থায় আছে বলে জানাননি বিসিবি প্রেসিডেন্ট। একটা ইঙ্গিত দিয়ে নাজমুল বলেন,‘ এটা এখনও আলোচনার স্তরেই আছে। তবে এই ত্রিদেশীয় সিরিজটা হবে। আমি হ্যাঁ বলে দিয়েছি। আমাদের কাছে যখন লিখিত আসবে তখন বিস্তারিত জানাব। সেরা পাঁচটা দলের যে কোন দুটি দলের সঙ্গে হবে এই টুর্নামেন্ট। এরমধ্যে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও ভারতের সঙ্গে কথা হচ্ছে। এদের মধ্যে যে কোন দুটি দল ও বাংলাদেশ।’

সোনালীনিউজ/ঢাকা/জেডআই/আরআইবি

Wordbridge School
Link copied!