• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

থাইরয়েডে ভুগছেন না তো?


স্বাস্থ্য ডেস্ক আগস্ট ২০, ২০১৬, ০৪:৪০ পিএম
থাইরয়েডে ভুগছেন না তো?

‘হাইপোথাইরয়েডিজম’ রোগে পুরুষের চেয়ে ৫০ গুণ বেশি ভোগেন নারীরা। মস্তিষ্ক ও গলার সংযোগস্থলে রয়েছে পিটুইটারি গ্রন্থি। এই গ্রন্থি থেকেই টিএসএইচ হরমোন নিঃসৃত হয়। পিটুইটারিগ্রন্থি যথেষ্ট টিএসএইচ নিঃসরণ না করলে শরীরে থাইরয়েড হরমোনের মাত্রা কমে যায়।

মেটাবলিজম এবং মস্তিষ্ক পরিচালনার জন্য প্রয়োজনীয় হরমোন তৈরি করা থাইরয়েডের প্রধান কাজ। কিন্তু, এই কাজ কোনওভাবে ব্যাহত হলে বহু ধরনের শারীরিক অসুবিধার সম্মুখীন হতে হয় আক্রান্তকে।

১. অতিরিক্ত ক্লান্তি-থাইরয়েড হরমোন নিঃসরণের মাত্রা কমে গেলে শরীরের মেটাবলিজমের উপর প্রভাব ফেলে। এর জেরে শরীরে মাত্রাতিরিক্ত ক্লান্তি ও আলস্য তৈরি হয়।

২. ওজন বৃদ্ধি-থাইরয়েডের সমস্যায় প্রভাবিত হয় মেটাবলিজম। এই হরমোন নিঃসরণের মাত্রা বেশি হলে মেটাবলিজম কম হয় এবং তার ফলে শরীরে চর্বি জমিয়ে ওজন বৃদ্ধিতে সাহায্য করে।

৩. অতিরিক্ত চুল পড়া-থাইরয়েড হরমোনের মাত্রা স্বাভাবিক রেঞ্জের বাইরে চলে গেলে এই লক্ষণ দেখা যায়।

৪. ঘুমের সমস্যা-থাইরয়েড হরমোন টি-৩ ও টি ৪-এর মাত্রাতিরিক্ত ক্ষরণে নার্ভ উজ্জীবিত হয়ে পড়ে। ফলে অনিদ্রা রোগ তৈরি হয়।

৫. ঠান্ডা বা তাপ সহ্য করতে না পারা-থাইরয়েডের সমস্যায় ঠান্ডা বা তাপ সহ্য করার ক্ষমতা হারিয়ে যায়।

৬. কোলেস্টরলের মাত্রা বৃদ্ধি-এক নাগাড়ে কোষ্ঠকাঠিন্য, রুক্ষ ত্বক, হৃৎস্পন্দনের হার বৃদ্ধিতে থাইরয়েড বিভ্রাট কিন্তু জড়িত থাকে।


সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!