• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
এশিয়ান গেমস হকির বাছাইপর্ব

থাইল্যান্ডকে উড়িয়ে জিমিদের শুভ সূচনা


ক্রীড়া প্রতিবেদক মার্চ ১০, ২০১৮, ০২:৩২ এএম
থাইল্যান্ডকে উড়িয়ে জিমিদের শুভ সূচনা

ঢাকা: মাত্র ২৪ ঘন্টা আগেই প্রস্তুতি ম্যাচে কাজাকিস্তানকে ৫-০ গোলে হারিয়ে নিজেদের লক্ষ্য জানিয়ে দিয়েছিল বাংলাদেশ জাতীয় হকি দল। এবার আসল লড়াইয়ে জয়ের সেই ধারা অব্যাহত রেখেছে লাল সবুজের দল। থাইল্যান্ডকে উড়িয়ে এশিয়ান গেমস হকির বাছাইপর্বে উড়ন্ত সূচনা করেছে জিমি-চয়নরা।  

শুক্রবার (৯ মার্চ) রাতে ওমানের রাজধানী মাস্কটে অনুষ্ঠিত এশিয়ান গেমস হকির বাছাইপর্বে নিজেদের প্রথম ম্যাচে থাইল্যান্ডকে ৫-০ গোলে হারিয়ে কোচ মাহবুব হারুনের শিষ্যরা। এদিন প্রথম কোয়ার্টারেই এগিয়ে যায় বাংলাদেশ। দশম মিনিটে লাল সবুজের দলের হয়ে প্রথম গোলটি করেন সারোয়ার হোসেন।

২৬ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন হাসান জুবায়ের নিলয়। মিলন হোসেনের গোলে তৃতীয় কোয়ার্টারে ৩-০ ব্যবধানে লিড নেয় বাংলাদেশ। শেষ পর্যন্ত মামুনুর রহমান চয়ন ও রুম্মান সরকারের গোলে ৫-০ ব্যবধানের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।

সোনালীনিউজ/ঢাকা/জেডআই

Wordbridge School
Link copied!