• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

থাইল্যান্ডে পুঁতে রাখা বোমা বিস্ফোরণে ৪ সেনা নিহত


আন্তর্জাতিক ডেস্ক সেপ্টেম্বর ২২, ২০১৭, ০২:৪৬ পিএম
থাইল্যান্ডে পুঁতে রাখা বোমা বিস্ফোরণে ৪ সেনা নিহত

ঢাকা: থাইল্যান্ডে রাস্তার পাশে পুঁতে রাখা বোমা বিস্ফোরণে চার সেনা নিহত ও বেসামরিক নাগরিকসহ আরো ছয়জন আহত হয়েছেন। শুক্রবার (২২ সেপ্টেম্বর) দক্ষিণের মুসলিম অধ্যুষিত ইয়ালা প্রদেশের পাতানি শহরে নির্মাণাধীন একটি সড়কে ওই বিস্ফোরণের ঘটনা ঘটে।

ইসলামপন্থি জঙ্গিরাই বোমাটি পুঁতে রেখেছিল বলে ধারণা করছে পুলিশ।

নিরাপত্তা কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানায়, ওই অঞ্চলের নিরাপত্তা বাহিনীর মুখপাত্র বলেন, ‘বোমা পুঁতে রাখা দলটি আঞ্চলিক স্থিতিশীলতা নষ্ট করার বহু পুরাতন এই কৌশলটি ব্যবহার করেছে।’ এখন পর্যন্ত এ হামলার দায় কেউ স্বীকার করেনি।

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর

Wordbridge School
Link copied!