• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

থানছিতে শিশু বিয়ে প্রতিরোধে মানবন্ধন


থানছি (বান্দরবান) প্রতিনিধি জুন ২৩, ২০১৬, ০৯:২৩ পিএম
থানছিতে শিশু বিয়ে প্রতিরোধে মানবন্ধন

‘১৮ আগের বিয়ে নয়, ২০এর আগে গর্ভধারণ নয়, আর নয় শিশু বিবাহ, আর নয় শিশু নির্যাতন, শিশু বিবাহ প্রতিরোধ করুন, শিশু বিবাহ প্রতিরোধে আইনে সহায়তা নিন’ এই স্লোগান নিয়ে বান্দরবানে মানববন্ধন ও স্বাক্ষরতা ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২২ জুন) সকালে থানছি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

স্বাক্ষরতা ক্যাম্পেইনে প্রথম স্বাক্ষর করেন থানছি থানার ভারপ্রপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সিরাজুল ইসলাম। পরে বিএনকেএস এর ডিপুটি প্রোগ্রাম ম্যানেজার উবানু মারমা সভাপতিত্বে থানছি সদর ইউনিয়ন পরিষদ সভা কক্ষে বলিপাড়া নারী কল্যাণ সমিতি (বিএনকেএস) উদ্যোগে একশন এইড বাংলাদেশ অর্থায়নের ওইএসআইএসএস প্রকল্পের আওতায় শিশু বিবাহ প্রতিরোধ বিষয়ক স্বাক্ষরতা ক্যাম্পেইন ও আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহিলা ভাইস চেয়ারম্যান বকুলি মারমা, ওসি মোহাম্মদ সিরাজুল ইসলাম, বাংলাদেশ মানবাধিকার কমিশন থানছি উপজেলা শাখা সভাপতি মানবতাবাদী মংবোওয়াংচিং মারমা, সদর ইউনিয়ন পরিষদের সংরক্ষিত সদস্য নুচিংপ্রু মারমা, ডলিচিং মারমা প্রমুখ।

সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!