• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

দ: আফ্রিকাকে জবাব দিচ্ছেন লাথাম-উইলিয়ামসন


ক্রীড়া ডেস্ক মার্চ ২৭, ২০১৭, ০৯:১৭ এএম
দ: আফ্রিকাকে জবাব দিচ্ছেন লাথাম-উইলিয়ামসন

ঢাকা : তিন টেস্টের সিরিজে এরইমাঝে ১-০ তে এগিয়ে রয়েছে দক্ষিণ আফ্রিকা। হ্যামিল্টন টেস্ট জিতলে সিরিজও চলে যাবে তাদের দখলে। কিন্তু স্বাগতিক নিউজিল্যান্ড কমে ছাড়বে বলে মনে হচ্ছে না। অন্তত প্রথম ইনিংসে ওপেনার জিৎ রাভাল ও অধিনায়ক কেন উইলিয়ামসনের ব্যাট তাই বলছে।

তৃতীয় দিনে এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৬৫.১ ওভারে ১ উইকেটের বিনিময়ে নিউজিল্যান্ড স্কোরবোর্ডে তুলেছে ১৮৪ রান। তারা এখনও দক্ষিণ আফ্রিকা থেকে পিছিয়ে রয়েছে ১২৮ রানে।

দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংসে ৩১৪ রানের জবাব দিতে নেমে শুরুটা দারুন করেছে নিউজিল্যান্ড। ওপেনিং জুটিতে তারা তুলে ফেলে ৮৩ রান। টম লাথাম মরনে মরকেলের বলে উইকেটের পেছনে ক্যাচ দিলে এ জুটি বিচ্ছিন্ন হয়। তার আগে অবশ্য ফিফটি করেছেন লাথাম (৫০)।

এরপর আর কোনও বিপদ হতে দেননি আরেক ওপেনার রাভাল ও উইলিয়ামসন। দু’জন এখনও অবিচ্ছিন্ন রয়েছেন। রাভাল ১৭৮ বলে ৬৭ ও উইলিয়ামসন ১১১ বলে ৬৪ রান করে অপরাজিত আছেন। একমাত্র উইকেটটি নিয়েছেন মরকেল।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!