• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

দ. আফ্রিকার জয়রথ থামিয়ে সমতায় নিউজিল্যান্ড


ক্রীড়া ডেস্ক ফেব্রুয়ারি ২২, ২০১৭, ০৫:১৫ পিএম
দ. আফ্রিকার জয়রথ থামিয়ে সমতায় নিউজিল্যান্ড

ঢাকা: টানা ১২ ওয়ানডে জেতা দক্ষিণ আফ্রিকার জয় রথ থামিয়ে দিল নিউজিল্যান্ড। বুধবার (২২ ফেব্রুয়ারি) ক্রাইস্টচার্চে অনুষ্ঠিত সিরিজের দ্বিতীয় ম্যাচে প্রোটিয়াদেরকে ৬ রানে হারিয়ে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজে ১-১ সমতা ফিরিয়েছে ব্লাক ক্যাপসরা।
 
এদিন টস হেরে প্রথমে ব্যাটিং করতে নামে নিউজিল্যান্ড। দলীয় ১৩ রানে ওপেনার টম লাথামকে হারায় তারা। তবে ৪০ রানের জুটি গড়ে প্রাথমিক ধাক্কা সামাল দেন আরেক ওপেনার ডিন ব্রাউনলি ও অধিনায়ক কেন উইলিয়ামসন। ব্রাউনলি ৩৪ রানে ফিরে গেলে ক্রিজে উইলিয়ামসনের সঙ্গী হন রস টেইলর।

তৃতীয় উইকেটে ১০৪ রানের দুর্দান্ত এক জুটি গড়েন উইলিয়ামসন ও টেইলর। ওয়ানডে ক্যারিয়ারের ২৯তম হাফ-সেঞ্চুরি তুলে উইলিয়ামসন ফিরেন ৬৯ রানে। তবে দলকে সামনের দিকে টেনে নিয়ে যান টেইলর। শেষ পর্যন্ত ওয়ানডে ক্যারিয়ারের ১৭তম সেঞ্চুরির স্বাদ নিয়ে ১০২ রানে অপরাজিত থাকেন তিনি। টেইলরের ব্যাটিং নৈপুণ্যে নির্ধারিত ৫০ ওভারে ৪ উইকেটে ২৮৯ রান সংগ্রহ করে নিউজিল্যান্ড।

টেইলরের ১১০ বলের ইনিংসে ৮টি চার ছিলো। একই সঙ্গে নিউজিল্যান্ডের হয়ে সর্বোচ্চ সেঞ্চুরির মালিক হয়েছেন টেইলর। এছাড়া নিউজিল্যান্ডের চতুর্থ ব্যাটসম্যান হিসেবে ৬ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন টেইলর।

২৯০ রানের জয়ের লক্ষ্যে ভালোই জবাব দিচ্ছিলো দক্ষিণ আফ্রিকা। কিন্তু বড় ইনিংস খেলতে পারেনি প্রোটিয়ার কোন ব্যাটসম্যানই। ওপেনার কুইন্টন ডি ককের ৫৭ ও অধিনায়ক ডি ভিলিয়ার্সের ৪৫ রানে লড়াইয়ে ভালোভাবেই টিকে ছিলো প্রোটিয়ারা। কিন্তু দলীয় ১৯৯ রানে ষষ্ঠ ব্যাটসম্যান হিসেবে ডি ভিলিয়ার্স ফিরে গেলে ম্যাচ থেকে অনেকটাই ছিটকে পড়ে দক্ষিণ আফ্রিকা।

তবে নবম উইকেটে ডোয়াইন প্রিটোরিয়াস ও আন্দিল ফেলুকুয়াইও’র ৪৪ বলে ৬১ রানের জুটিতে জয়ের ক্ষীণ আশা জেগেছিলো দক্ষিণ আফ্রিকার। ৪৯তম ওভারের শেষ বলে প্রিটোরিয়াস ফিরে গেলে ৯ উইকেটে ২৮৩ রানেই থেমে যায় সফরকারীদের ইনিংস। প্রিটোরিয়াস ৪টি চার ও ২টি ছক্কায় ২৭ বলে ৫০ রান করেন। ফেলুকুয়াইও অপরাজিত ছিলেন ২৯ রানে। নিউজিল্যান্ডের ট্রেন্ট বোল্ট ৩টি উইকেট নেন। ম্যাচের সেরা হয়েছেন নিউজিল্যান্ডের টেইলর।

আগামী ২৫ ফেব্রুয়ারি ওয়েলিংটনে অনুষ্ঠিত হবে সিরিজের তৃতীয় ওয়ানডে।

সংক্ষিপ্ত স্কোর:
নিউজিল্যান্ড: ২৮৯/৪, ৫০ ওভার (টেইলর ১০২*, উইলিয়ামসন ৬৯, প্রিটোরিয়াস ২/৪০)।
দক্ষিণ আফ্রিকা: ২৮৩/৯, ৫০ ওভার (ডি কক ৫৭, প্রিটোরিয়াস ৫০, বোল্ট ৩/৬৩)।
ফল: নিউজিল্যান্ড ৬ রানে জয়ী।
সিরিজ: পাঁচ ম্যাচের সিরিজে ১-১ সমতা।
ম্যান অব দ্য ম্যাচ: রস টেইলর (নিউজিল্যান্ড)।

সোনালীনিউজ/ঢাকা/জেডআই

Wordbridge School
Link copied!