• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

দক্ষিণ আফ্রিকা সফরে ডান-হাতি বিজয়কে চান পাপন


ক্রীড়া প্রতিবেদক সেপ্টেম্বর ৯, ২০১৭, ০১:৪৮ পিএম
দক্ষিণ আফ্রিকা সফরে ডান-হাতি বিজয়কে চান পাপন

ঢাকা : বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন অস্ট্রেলিয়ার বিপক্ষে বাম-হাতি ব্যাটসম্যানদের ব্যর্থতায় চিন্তিত।

বিশেষকরে চট্টগ্রাম টেস্টে ব্যাটসম্যানরা যে ব্যর্থতার পরিচয় দিয়েছেন তা ভাবাচ্ছে বিসিবি সভাপতিকে। চট্টগ্রাম টেস্টে সাতজন বাম-হাতি ছিলেন। ব্যাট হাতে যাদের সবাই ব্যর্থ হয়েছেন।

এদিকে বাঁ-হাতিদের ব্যর্থতায় চিন্তিত বিসিবি প্রধান আসন্ন দক্ষিণ আফ্রিকা সফরে ডান-হাতি এনামুল হোসেন বিজয়কে চান। তার কথায়, ‘আমার পছন্দ বিজয়। আপনারা শুনলে অবাক হবেন ওর নাম আমি পরশুদিনই চট্টগ্রামে থাকতে বলে এসেছি। আমি বলেছি, ডানহাতি অপশন কে কে আছে দেখ। ওদেরকে আবার আনা যায় কিনা। ওদেরকে হঠাৎ করেই তো নামানো যায় না। তবে এর মানে এই নয় যে, আমি এটাই করব।’

দক্ষিণ আফ্রিকা সিরিজে পরিবর্তন আসার ইঙ্গিত দিয়েছেন তিনি। বলেছেন, ‘দলে পরিবর্তন আসতে পারে অবশ্যই। আমার মনে হয় আসবে। ডানহাতি-বাঁহাতির কম্বিনেশন নিয়ে আমাদের কাজ করতে হবে। একটা প্ল্যান থাকতে হবে। হয় কী আসলে, একটা প্ল্যান থাকতে হয়, প্ল্যান অনুযায়ী আমাদের সব করতে হয়। আমরা কী প্ল্যানে খেলব। প্ল্যান না জানলে আপনার খেলোয়াড় সেট করাটাও সহজ হবে না। একেকটা দেশের সঙ্গে একেক রকম প্ল্যান।’

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!