• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

দক্ষিণ আফ্রিকাকে ফেরাতে পারবেন ডু প্লেসি?


ক্রীড়া ডেস্ক জুলাই ১৪, ২০১৭, ১১:১৮ এএম
দক্ষিণ আফ্রিকাকে ফেরাতে পারবেন ডু প্লেসি?

ঢাকা: লর্ডসে জো রুটের হাত ধরে নতুন ইংল্যান্ডের যাত্রা শুরু হয়েছে। যেখানে রুটের পথ মসৃণ করেছেন অলরাউন্ডার মঈন আলী। বলে ব্যাটে সমান পারফরম্যান্স দেখিয়ে ম্যাচসেরার পুরস্কার পকেটে পুরেছেন। চার ম্যাচের টেস্ট সিরিজে স্বাগতিক ইংল্যান্ড ১-০ ব্যবধানে এগিয়ে। শুক্রবার ট্রেন্ট ব্রিজে শুরু হচ্ছে সিরিজের দ্বিতীয় টেস্ট। বাংলাদেশ সময় ম্যাচটি শুরু হবে বিকেল ৪টায়।

প্রথমবার বাবা হতে যাওয়ায় স্ত্রী’র পাশে ছিলেন নিয়মিত অধিনায়ক ফাফ ডু প্লেসি। তাই প্রথম টেস্ট খেলতে পারেননি। ট্রেন্ট ব্রিজ টেস্টে তিনি ফিরছেন। প্রথম ইনিংসে ১৯০ রানের ইনিংস খেলেছিলেন নতুন অধিনায়ক রুট। এই রান করার পথে দক্ষিণ আফ্রিকার ফিল্ডারদেরও অবদান কম নয়। তারা যে দু’বার তার ক্যাচ ফেলেছেন। লর্ডস টেস্ট শেষে ডু প্লেসি জানিয়েছেন, তাদের এই ক্যাচ ফেলার মাশুলই গুনতে হয়েছে,‘আমরা এমন কিছু ভুল করেছি, যেটা সাধারণত করি না। ইংল্যান্ডের মতো শক্তিশালী দলের বিপক্ষে এমন ভুল করলে মূল্য তো দিতেই হবে।’

এই ভুলগুলো শুধরে ট্রেন্ট ব্রিজে নতুন শুরু করতে চায় প্রোটিয়ারা। তবে ফাস্ট বোলার কাগিসো রাবাদার এক ম্যাচের নিষেধাজ্ঞা দক্ষিণ আফ্রিকার জন্য বড়সড় ধাক্কাই। সেটা মানছেন অধিনায়কও,‘ কেজিকে (রাবাদা) হারানোটা বড় ঘটনা।’ লর্ডসে প্রথম ইনিংসে বেন স্টোকসকে আউট করার পর তাঁকে গালি দেওয়ায় এক ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছেন রাবাদা।

পরিসংখ্যান বলছে, গত ১০ বছরে ভারত ছাড়া দেশের বাইরে টেস্ট সিরিজ হারেনি দক্ষিণ আফ্রিকা। ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট হেরে পিছিয়ে পড়েছে ডু প্লেসির দল। যদিও সিরিজে ফিরতে তাদের হাতে আরও তিনটি ম্যাচ  রয়েছে। তাই দক্ষিণ আফ্রিকা চাইবে ট্রেন্ট ব্রিজ থেকেই ঘুরে দাঁড়াতে। সেটা কি সহজ হবে? রুটও তো চাইবেন নেতৃত্বের অভিষেক সিরিজটা স্মরণীয় করে রাখতে।


সোনালীনিউজ/ঢাকা/আরআইবি/আকন

Wordbridge School
Link copied!