• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

দক্ষিণ আফ্রিকাকে সতর্ক করলেন গিবসন


ক্রীড়া ডেস্ক সেপ্টেম্বর ২০, ২০১৭, ০৬:৫২ পিএম
দক্ষিণ আফ্রিকাকে সতর্ক করলেন গিবসন

ঢাকা: দক্ষিণ আফ্রিকার মাটিতে গিয়ে বড় দলগুলোকেও ভুগতে হয়। বাংলাদেশ দলও আগের দুই সফরে ভালো কিছু করতে পারেনি। এবার মুশফিকুররা কতটা কি করতে পারে সেটাই দেখার। কিন্তু দক্ষিণ আফ্রিকার সদ্য নিয়োগপ্রাপ্ত কোচ ওটিস গিবসন বাংলাদেশকে হালকাভাবে নিচ্ছেন না। তিনি প্রোটিয়াদের এক রকম সতর্কই করেছেন সাম্প্রতিক পারফরম্যান্সের ফিরিস্তি তুলে ধরে।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সর্বশেষ টেস্ট সিরিজের পর বাংলাদেশ ঘরের মাটিতে টেস্ট জিতেছে ইংল্যান্ডের বিপক্ষে, যে সিরিজে গিবসন ছিলেন ইংল্যান্ডের বোলিং কোচ। এরপর বাংলাদেশ শ্রীলঙ্কাকে হারিয়েছে শ্রীলঙ্কার মাটিতে। সদ্য শেষ হওয়া সিরিজে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ম্যাচ বাংলাদেশ জিতেছে। এই তিনটি সিরিজই ১-১ ড্র হয়েছে। মাঝে অবশ্য নিউজিল্যান্ডে গিয়ে দুই টেস্টের সিরিজ হেরেছে, ভারতে গিয়ে একমাত্র টেস্টেও হারতে হয়েছে।

সব মিলিয়ে টেস্টে এক নতুন বাংলাদেশকেই দেখছেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক পেসার গিবসন। তাই মুশফিকদের ব্যাপারে সতর্ক করে দিলেন প্রোটিয়াদের, ‘আমি চাই না বাংলাদেশের বিপক্ষে জিতবে ধরে নিয়েই আমার দল মাঠে নামুক। ওরা (বাংলাদেশ) অস্ট্রেলিয়ার বিপক্ষে কীভাবে খেলেছে, আমরা দেখেছি। গত বছর আমি ইংল্যান্ডের সঙ্গে বাংলাদেশ গিয়েছিলাম, ওরা তখনও একটা টেস্ট জিতেছে। ওরা এখন টেস্টে খুবই আত্মবিশ্বাসী একটা দল। ওদের বিপক্ষে স্বস্তিতে থাকার কোনও কারণ নেই।’

বাংলাদেশের কোচিং স্টাফদের নিয়েও উচ্ছ্বসিত প্রশংসা ঝরেছে গিবসনের মুখে, ‘ওরা কোর্টনি ওয়ালশের মতো একজনকে বোলিং কোচ হিসেবে পেয়েছে। ওদের প্রধান কোচও অসাধারণ কাজ করছে। সব মিলিয়ে প্রতিপক্ষ হিসেবে ওরা এখন খুবই কঠিন।’ চোটে পড়ে ছিটকে পড়েছেন ডেল স্টেইন। ভারনন ফিল্যান্ডার এবং ক্রিস মরিসও নেই একই কারণে। তাই পেস আক্রমণ নিয়ে দুশ্চিন্তায় গিবসন, ‘আমাদের চারজন ভালো ফাস্ট বোলার চোটের কারণে বাইরে। এত চোট থাকলে ভালো দল গড়া যায় না। টেস্ট জিততে হলে নিয়মিত ২০ উইকেট নিতে হয়। আমাদের একদল ফাস্ট বোলার লাগবে, যারা নিয়মিত পারফর্ম করে যাবে।’

সোনালীনিউজ/ঢাকা/আরআইবি/জেডআই

Wordbridge School
Link copied!