• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

দক্ষিণ কোরিয়ার আধিপত্যে সমাপ্ত এশিয়ান আর্চারি


ক্রীড়া প্রতিবেদক নভেম্বর ৩০, ২০১৭, ০৯:৪৩ পিএম
দক্ষিণ কোরিয়ার আধিপত্যে সমাপ্ত এশিয়ান আর্চারি

ঢাকা: দক্ষিণ কোরিয়ার একচ্ছত্র আধ্যিপথ্যের মধ্যদিয়ে শেষ হলো ২০তম এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশীপ। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শেষ হওয়া এই চ্যাম্পিয়নশীপে দক্ষিণ কোরিয়া ৮টি স্বর্ণ, ৪টি রৌপ্য ও ২টি ব্রোঞ্জ পদকসহ মোট ১৪টি পদক লাভ করে টুর্নামেন্টের শ্রেষ্ঠত্ব প্রদর্শন করেছে।

দুইটি স্বর্ণ, ৩টি রৌপ্য এবং একটি ব্রোঞ্জ পদকসহ মোট ৬টি পদক নিয়ে টুর্নামেন্টের দ্বিতীয় স্থান লাভ করেছে ভারত। ২টি রৌপ্য পদক নিয়ে পদক তালিকার তৃতীয় স্থান দখল করেছে জাপান। এ ছাড়া ২টি ব্রোঞ্জ পদক নিয়ে চাইনিজ তাইপে চতুর্থ স্থান লাভ করেছে। টুর্নামেন্টে পদক পাওয়া বাকী দলগুলোগুলো হচ্ছে চীন (২টি ব্রোঞ্জ), মালয়েশিয়া (১টি ব্রোঞ্জ), ভিয়েতনাম (১টি ব্রোঞ্জ), ইরান (১টি ব্রোঞ্জ) ও কাজাখস্থান (১টি ব্রোঞ্জ)।

আজ প্রতিযোগিতার শেষ দিনে অতিথি হিসেবে উপস্থিত হয়ে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বীরেন শিকদার, উপ-মন্ত্রী আরিফ খান জয়, সচিব মো. আসাদুল ইসলাম এবং যুগ্ম-সচিব ওমর ফারুক।

প্রতিযোগিতার শেষ দিনে মোট ৪টি ইভেন্টের পদক নিস্পত্তি হয়েছে। এতে দক্ষিণ কোরিয়া তিনটি এবং ভারত একটি স্বর্ণপদক জয় করেছে। দক্ষিণ কোরিয়া পুরুষদের দলগত কম্পাউন্ড, দলগত রিকর্ভ এবং মহিলাদের দলগত রিকার্ভে স্বর্ণপদক জয় করে। আর ভারত স্বর্ণপদক জয় করেছে মহিলাদের দলগত কম্পাউন্ড ইভেন্টে।

পুরুষদের দলগত কম্পাউন্ডে দক্ষিণ কোরিয়ার চো ইয়ংগি, কিম জংহো ও কিম তায়েউনকে নিয়ে গঠিত দলটি ২৩৪-২৩২ স্কোরের ব্যবধানে রজত চৌহান, গুরবিন্দার সিং ও অভিষেক ভার্মার সমন্বয়ে গঠিত ভারতীয় দলকে হারিয়ে স্বর্নপদক জয় করে। এই ইভেন্টে ব্রোঞ্জ পদক জয় করেছে চাইনিজ তাইপে। ২৩২-২৩০ স্কোরের ব্যবধানে ইরানকে পরাজিত করে পদক জিতেন প্যান উ পিং, ওয়েং ই চেং ও ইয়াং চেং-সিউংকে নিয়ে গঠিত তাইপে।

মহিলাদের দলগত রিকার্ভে চোই মিনসেওন, কি বো বে ও লী ইয়ন গিয়ংয়ের সমন্বয়ে গঠিত দক্ষিন কোরিয়া ৬-২ সেট পয়েন্টের ব্যবধানে চেং রং জি, লিন চিয়া ইন ও পেং চিয়া মাওকে নিয়ে গঠিত চাইনিজ তাইপেকে পরাজিত করে স্বর্ন পদক জয় করে। লি জিয়ামান, লি ঝিনঝিন ও না লভ’র সমন্বয়ে গঠিত চীন ৬-০ সেট পয়েন্টের ব্যবধানে ভারতকে হারিয়ে ব্রোঞ্জ পদক জয় করে।

পুরুষদের দলগত রিকার্ভে কিম জংহো, লী সিউনগিউন ও লী উ সেওককে নিয়ে গঠিত দক্ষিন কোরিয়া দল ৫-১ সেট পয়েন্টের ব্যবধানে ইয়াসদেব, অতনু দাস ও জয়ন্ত তালুকদারকে নিয়ে গঠিত ভারতকে হারিয়ে স্বর্ন এবং হ্যাজিক কামারুদ্দিন, খাইরুল আনোয়ার মোহাম্মদ ও মুহাম্মদ আকমল নূর হাসরিনকে নিয়ে গঠিত মালয়েশিয় তীরন্দাজ দল ৫-৩ সেট পয়েন্টের ব্যবধানে চীনকে হারিয়ে ব্রোঞ্জ পদক জয় করেন।

মহিলাদের দলগত কম্পাউন্ড ইভেন্টে তৃষা দেব, পারভিনা ও জয়তি সুরেখা ভেন্নামকে নিয়ে গঠিত ভারতীয় দল ২৩০-২২৭ স্কোরের ব্যবধানে চোই বোমিন, সো চেউন ও সং ইয়ন সু কে নিয়ে গঠিত দক্ষিণ কোরিয়াকে হারিয়ে স্বর্ন এবং পারিসা ভারচ্চি, গিসা বাইবর্দি ও পেরেস্তেহ ঘোরবানির সমন্বয়ে গঠিত ইরানী দল ২২৯-২১৭ স্কোরের ব্যবধানে বাংলাদেশকে হারিয়ে ব্রোঞ্জ পদক জয় করে।

সোনালীনিউজ/ঢাকা/জেডআই

Wordbridge School
Link copied!