• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

দক্ষিণ কোরিয়ায় থাড ব্যবস্থা চালু করেছে যুক্তরাষ্ট্র


আন্তর্জাতিক ডেস্ক মে ২, ২০১৭, ০৮:২৬ পিএম
দক্ষিণ কোরিয়ায় থাড ব্যবস্থা চালু করেছে যুক্তরাষ্ট্র

ঢাকা: নিক্ষেপ করা মরণাস্ত্র আকাশেই ধ্বংস করতে পারে ‘থাড’ নামের এক সামরিক ব্যবস্থা। উত্তর কোরিয়ার বিরুদ্ধে ব্যবহারের উদ্যেশ্যে দক্ষিণ কোরিয়ায় ‘থাড’ স্থাপন করেছিল মার্কিন যুক্তরাষ্ট্র। এবার সেই থাড চালু করেছে যুক্তরাষ্ট্রের সেনারা।

অবশ্য চালু করার কয়েক ঘণ্টা পরেই চীন তা বন্ধ করতে যুক্তরাষ্ট্রকে আহ্বান জানিয়েছে। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গেং শুয়াং মঙ্গলবার (২ মে) নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এ আহ্বান জানান। 
তিনি বলেন, এ বিষয়ে বেইজিংয়ের অবস্থান অত্যন্ত দৃঢ় এবং পরিষ্কার। দক্ষিণ কোরিয়ায় ‘থাড’ ব্যবস্থা মোতায়েনের বিরোধিতা করেছে চীন উল্লেখ করে তিনি আরো বলেন, সংশ্লিষ্টপক্ষগুলোকে অবিলম্বে এটি বন্ধ করার আহ্বান জানানো হচ্ছে। না হলে চীন নিজ স্বার্থ বজায় রাখার জন্য দৃঢ়ভাবে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলেও উল্লেখ করেন তিনি।

উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষা করার অজুহাতে গত বছরের জুলাই মাসে দক্ষিণ কোরিয়ায় ‘থাড’ মোতায়েনে সম্মত হয়েছিল যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া। চীন ও রাশিয়ার কঠোর বিরোধিতা উপেক্ষা করে এ পদক্ষেপ নেয়া হয়েছিল। 

সোনালীনিউজ/ঢাকা/আতা 

Wordbridge School
Link copied!