• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

দক্ষিণ চীন সাগর দখলে মরিয়া চীন-যুক্তরাষ্ট্র


আন্তর্জাতিক ডেস্ক জানুয়ারি ২৪, ২০১৭, ১০:৫২ পিএম
দক্ষিণ চীন সাগর দখলে মরিয়া চীন-যুক্তরাষ্ট্র

ঢাকা: দক্ষিণ চীন সাগরে সামরিক মহড়া বাড়িয়েছে দেশটি। সেই মহড়ায় চীন যোগ করেছে আধুনিক প্রযুক্তি সম্পন্ন জাহাজ। সামরিক বাহিনী বিশেষ করে নৌবাহিনীকে আধুনিকায়ন করার একটি উচ্চাভিলাষী কর্মসূচিতে কয়েক হাজার কোটি ডলার বিনিয়োগ করেছে চীন। এই মহড়া অব্যাহত রাখতে বৈশ্বিক কোন চাপ বা উসকানিকে মূল্য দেবে না দেশটি। এমন ঘোষণার পরে দক্ষিণ চীন সাগরে চীনের একাধিপত্য কায়েম করার চেষ্টার বিরুদ্ধে আবারো হুঁশিয়ারি দিল আমেরিকা৷ 

২৩ জানুয়ারি মার্কিন প্রশাসনের পক্ষ থেকে জানান হয়েছে, দক্ষিণ চীন সাগরে তাদের আন্তর্জাতিক বাণিজ্যিক অধিকার রক্ষা করবে আমেরিকা৷ অর্থাৎ ওই অঞ্চল দিয়ে মার্কিন বাণিজ্যিক তরিগুলোর যাত্রা পথ রক্ষা করবে তারা৷

নতুন প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্প শপথ নেওয়ার আগ থেকেই যুক্তরাষ্ট্রের আচরণ কি হতে পারে তা জানার চেষ্টা করছে এশিয়ার প্রভাবশালী দেশ চীন। ট্রাম্প যুগে প্রবেশের পর চীন বিষয়ে যুক্তরাষ্ট্রের কেমন মনোভাব হবে-তা গভীরভাবে পর্যবেক্ষণ করছে দেশটি। কয়েকদনি আগেই দেশটির সংবাদ মাধ্যম বলেছে, সাগরে মহড়া অব্যাহত রাখতে বৈশ্বিক কোন চাপ বা উসকানিকে মূল্য দেবে না চীন। এর পরেই দক্ষিণ চীন সাগরে প্রভাব বিস্তার করার হুঁশিয়ারি দিল আমেরিকা।

মুখপাত্র শেন স্পাইসার জানিয়েছেন, দক্ষিণ চীন সাগর কোনো একটি নির্দিষ্ট দেশের সম্পত্তি নয়৷ ফলে এটি রক্ষা করার জন্য সবরকমের চেষ্টা করবে আমেরিকা৷

বিদেশি চাপ সত্ত্বেও বিতর্কিত দক্ষিণ চীন সাগরে সামরিক মহড়া অব্যাহত রাখবে চীন। সম্প্রতি এমনটাই দাবি করা হয়েছে চীনের রাষ্ট্রীয় সংবাদপত্র পিপল’স ডেইলিতে।

পত্রিকার সম্পাদকীয়তে বিতর্কিত দক্ষিণ চীন সাগরে দ্বীপ নির্মাণ ও সামরিক তৎপরতার বিরুদ্ধে মার্কিন পরমন্ত্রী রেক্স টিলারসনের সাম্প্রতিক বক্তব্যে একদিকে যেমন সমালোচনা করা হয়েছে৷ অন্যদিকে, কোনো ধরণের উস্কানি থেকেও বেইজিং সরে আসবে না বলেও হুঁশিয়ারি দিয়েছে চীন।

সোনালীনিউজ/আতা

Wordbridge School
Link copied!