• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

দরপতন দিয়ে চলছে পুঁজিবাজার


জ্যেষ্ঠ প্রতিবেদক ফেব্রুয়ারি ২৬, ২০১৮, ০৫:৩০ পিএম
দরপতন দিয়ে চলছে পুঁজিবাজার

ঢাকা: একের পর এক বড় দরপতন ঘটছে দেশের পুঁজিবাজারে। সপ্তাহের প্রথম দিনের ধারাবাহিকতায় দ্বিতীয় দিন সোমবার (২৬ ফেব্রুয়ারি) লেনদেন শেষে প্রধানবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং অপরবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সবকটি মূল্যসূচকের বড় দরপতন হয়েছে।

এ নিয়ে টানা ৭ কার্যদিবস দরপতন হলো দেশের দেশের পুাঁজিবাজারে। মূল্যসূচকের পাশাপাশি এদিন উভয় বাজারে লেনদেন হওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দাম এবং লেনদেনের পরিমাণ কমেছে।

সোমবার ডিএসইতে লেনদেন হওয়া মাত্র ৩টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম আগের দিনের তুলনায় বেড়েছে। বিপরীতে কমেছে ২৪৯টির, আর অপরিবর্তিত রয়েছে ৪৭টির দাম।

দিনের লেনদেন শেষে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৫৭ পয়েন্ট কমে ৫ হাজার ৭৭৪ পয়েন্টে দাঁড়িয়েছে। অপর দু’টি মূল্যসূচকের মধ্যে ডিএসই-৩০ আগের দিনের তুলনায় ১৪ পয়েন্ট কমে ২ হাজার ১২৭ পয়েন্টে অবস্থান করছে। আর ডিএসই শরিয়াহ সূচক ১২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৩৪৮ পয়েন্টে।

বাজারটিতে আজ মোট ৩৫০ কোটি ৬৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিলো ৩৮৪ কোটি ৪ লাখ টাকার শেয়ার। সে হিসাবে লেনদেন কমেছে ৩৩ কোটি ৪১ লাখ টাকা।

টাকার অংকে সোমবার ডিএসইতে সব থেকে বেশি লেনদেন হয়েছে অলিম্পিকের শেয়ার। কোম্পানিটির মোট ২১ কোটি ৫২ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে। লেনদেনে দ্বিতীয় স্থানে থাকা ইফাদ অটোসের শেয়ার হাতবদল হয়েছে ১৬ কোটি ৪৩ লাখ টাকার। ১৫ কোটি ৯২ লাখ টাকার শেয়ার লেনদেনে তৃতীয় স্থানে রয়েছে স্কয়ার ফার্মাসিটিক্যাল।

লেনদেনে এরপর রয়েছে- ইউনিক হোটেল, ন্যাশনাল টিউবস, ইবনে সিনা, লংকাবাংলা ফাইন্যান্স, সিভিও পেট্রোকেমিক্যাল, ব্র্যাক ব্যাংক এবং গ্রামীণ ফোন।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক মূল্যসূচক সিএসসিএক্স আজ ৯৭ পয়েন্ট কমে ১০ হাজার ৭৭০ পয়েন্টে অবস্থান করছে। এদিন বাজারটিতে মোট ১৪ কোটি ৯৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয় ১৫ কোটি ২০ লাখ টাকার শেয়ার।

সিএসইতে সোমবার লেনদেন হওয়া ২২২টি প্রতিষ্ঠানের শেয়ারের মধ্যে দাম বেড়েছে ৩৪টির। বিপরীতে কমেছে ১৬১টির, অপরিবর্তিত রয়েছে ২৭টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।

সোনালীনিউজ/তালেব

Wordbridge School
Link copied!