• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

দর্জি নিখিল হত্যার অভিযোগপত্র দাখিল


টাঙ্গাইল প্রতিনিধি জুন ২০, ২০১৭, ১১:০২ পিএম
দর্জি নিখিল হত্যার অভিযোগপত্র দাখিল

ফাইল ফটো

টাঙ্গাইল: জেলার গোপালপুরে জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) জঙ্গিদের হামলায় নিহত দর্জি নিখিল চন্দ্র জোয়ার্দার (৫০) হত্যা মামলার অভিযোগপত্র দাখিল করেছে পুলিশ।

মঙ্গলবার (২০ জুন) বিকেলে গোপালপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে এ অভিযোগপত্র দাখিল করা হয়।

টাঙ্গাইল জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অশোক কুমার সিংহ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, চাঞ্চল্যকর এ হত্যা মামলার চূড়ান্ত অভিযোগপত্রে তিনজনকে আসামি করা হয়েছে। এদের মধ্যে দুইজন গ্রেপ্তার ও একজন পলাতক রয়েছে। এছাড়া নজরুল ইসলাম ওরফে বাইক নজরুল পঞ্চগড়ে পুলিশের সঙ্গে বন্ধুকযুদ্ধে নিহত হওয়ায় অভিযোগপত্র থেকে তাকে অব্যাহতি দেয়া হয়েছে।

উল্লেখ্য, ২০১৫ সালের ৩০ এপ্রিল গোপালপুর পৌরসভার ডুবাইল বাজারে মোটরসাইকেলে আসা তিন তরুণ দর্জি নিখিল চন্দ্র জোয়ার্দারকে দোকান থেকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা করে। ঘটনার দিনই নিখিলের স্ত্রী আরতি জোয়ার্দার অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে গোপালপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

সোনালীনিউজ/ঢাকা/এমএইচএম

Wordbridge School
Link copied!