• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

দল ঘোষণা করে বিশ্বকাপের দামামা বাজিয়ে দিল ব্রাজিল


ক্রীড়া ডেস্ক ফেব্রুয়ারি ১৮, ২০১৮, ০৭:০১ পিএম
দল ঘোষণা করে বিশ্বকাপের দামামা বাজিয়ে দিল ব্রাজিল

ফাইল ছবি

ঢাকা: বিশ্বকাপের এখনও ঢেড় বাকি। বিশ্বকাপের পরিকল্পনা করছে দলগুলো। তাই বলে এত তাড়াতাড়ি কেউ দল ঘোষণা করবে? কিন্তু ব্রাজিল কোচ তিতে সেটি করে আগেভাগেই বিশ্বকাপের দামামা বাজিয়ে দিয়েছেন।

বিশ্বকাপে নেইমাররা উদ্বোধনী ম্যাচ খেলবে সুইজারল্যান্ডের বিপক্ষে। পরের দুটি ম্যাচ পরের দুটি ম্যাচ কোস্টারিকা ও সার্বিয়ার সঙ্গে। বিশ্বকাপের জন্য ৩০ সদস্যের প্রাথমিক দল দেওয়ার জন্য সময় পাওয়া যাবে মে মাসের মাঝামাঝি পর্যন্ত, সেখান থেকে ২৩ জনের চূড়ান্ত দল দেওয়ার সময়টা হবে জুনের প্রথম সপ্তাহে কোনও এক দিন। অথচ তিতে গত পরশুই ব্রাজিলের ১৫ জনের নাম বলে দিয়েছেন।

তালিকায় কোনও চমক নেই। তিতে বলেছেন, ‘যে ১১ জন খেলবে, তারা হলো-অ্যালিসন, মার্সেলো, মিরান্দা, মারকিনিওস, দানিয়েল আলভেজ, পাওলিনহো, রেনাতো অগুস্তো, কাসেমিরো, নেইমার, কুতিনহো ও গ্যাব্রিয়েল জেসুস।’ ব্রাজিল কোচের পরের চার পছন্দ জেনে নিন, রবার্তো ফিরমিনো, থিয়াগো সিলভা, ফার্নান্দিনহো ও উইলিয়ান।

বাকি রইল আট জন। এখানে সবার জন্য দরজা খোলা রাখছেন তিতে। ১৫ জনের যে দল দিয়েছেন ব্রাজিল কোচ এর মধ্যে কেউ চোটে না পড়লে বাদ পড়ার সম্ভাবনা নেই।

সোনালীনিউজ/আরআইবি/জেডআই

Wordbridge School
Link copied!