• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

দলমত নির্বিশেষে উন্নয়নের চেষ্টা করেছি


নারায়ণগঞ্জ প্রতিনিধি ডিসেম্বর ১৩, ২০১৬, ১০:১৩ পিএম
দলমত নির্বিশেষে উন্নয়নের চেষ্টা করেছি

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সেলিনা হায়াৎ আইভী বলেন, ‘আমি কতটুকু ব্যর্থ আর কতটুকু সফল তা এই আবেগী সহজ সরল মানুষের জনজোয়ারই বলে দিচ্ছে। যাচাই করতে হলে সাধারণ জনগণের কাছে যাচাই করুন। সাধারণ মানুষের জন্য সাধারণ মানুষ হয়েই দলমত নির্বিশেষে নারায়ণগঞ্জ শহরের উন্নয়নের চেষ্টা করেছি।

মঙ্গলবার (১৩ ডিসেম্বর) বিকেল ৩টা হতে সন্ধ্যা সাড়ে ৫টা পর্যন্ত বন্দরে ২৫নং ওয়ার্ডে গণসংযোগ করার সময় উপস্থিত সাংবাদিকদের এ কথা জানান তিনি।

তিনি বলেন, বিপর্যস্ত নারায়ণগঞ্জ শহর আজ আদর্শ শহরে পরিণিতির পথে। মাত্র ৫ বছরে সম্পূর্ণ কাজ শেষ হয়ে উঠেনি। এখনো প্রায় ২৫ ভাগ কাজ বাকি আছে। তাই আমার এবাদত তথা উন্নয়ন সম্পন্ন করতে দলমত ধর্মবর্ণ নির্বিশেষে সকলের সমর্থন কামনা করছি।

আইভীর আগমণ উপলক্ষ্যে এলাকাতে বিরাজ করে সাজ সাজ রব। বিভিন্ন বয়সী নারী পুরুষ আইভীকে এক নজর দেখার জন্য ছুটে আসে।

ওই সময়ে এলাকার লোকজন আইভীকে ভোট দিবেন আশ্বাস দেন। উত্তর লক্ষণখোলা এলাকার ৮০ বছরের নারী বেল বাহার বলেন, ‘মা’রে তরে ভোট দিতে অইলেও কেন্দ্রে যামু’। দক্ষিণ লক্ষণখোলা ট্রান্সমিটার ঘাটলা রোডের ৪৮ বছরের নারী আছমা বেগম বলেন, ‘মার্কার টাইম নাই উন্নয়নে আইভী চাই’।

আইভী ২৫নং ওয়ার্ডে নাসরিন গেট এলাকাতে গেলে তাঁকে অভ্যর্থনা জানান বন্দর থানা আওয়ামী লীগের সভাপতি এম এ রশিদ, জেলা আইনজীবী সমিতির সভাপতি আওয়ামী লীগ নেতা আনিসুর রহমান দিপু প্রমুখ।

এছাড়া আরো উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা জাফরউল্লাহ সাউদ, জাহাঙ্গির আলম, আবদুর রাশেদ রাশু, জহির উদ্দিন মাস্টার, নূর ইসলাম প্রমুখ।

২৫নং ওয়ার্ডের নাছরিন গেট থেকে শুরু হয়ে উত্তর লক্ষণখোলা, দক্ষিণ লক্ষণখোলা, চৌড়াপাড়া, ডালডামিল, দাসের গাও রোড এবং ২৪ নং ওয়ার্ডের দেউলি গোরস্থান রোড, দেউলি বটতলা এসে গণসংযোগ শেষ হয়।

সোনালীনিউজ/ঢাকা/এমএইচএম

Wordbridge School
Link copied!