• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

দশ দিনেই ইতিহাসের পাতায় আমিরের ‘দঙ্গল’


বিনোদন ডেস্ক জানুয়ারি ২, ২০১৭, ০৫:৩৩ পিএম
দশ দিনেই ইতিহাসের পাতায় আমিরের ‘দঙ্গল’

ঢাকা: মুক্তির দশ দিনেই ইতিহাসের পাতায় ঠাঁই করে নিল বলিউডের মিস্টার পারফেকশনিস্ট অভিনেতা আমির খানের ছবি ‘দঙ্গল’। মুক্তির দ্বিতীয় সপ্তাহে বক্স অফিস দখলে রাখা ছাড়াও দ্বিতীয় রোববারে সবচেয়ে বেশী আয় করে বলিউডের সর্বকালের ইতিহাসে জায়গা করে নিয়েছে আলোচিত ছবি ‘দঙ্গল’!

মুক্তির দশ দিনেই ২৭০ কোটি রুপি আয় ছাড়িয়ে গেল বলিউডের মিস্টার পারফেকশনিস্ট অভিনেতা আমির খানের আলোচিত ছবি ‘দঙ্গল’। আর সেই সাথে মুক্তির দ্বিতীয় ছবি হিসেবে মুক্তির দ্বিতীয় রোববারে সবচেয়ে বেশী আয় করার রেকর্ডও গড়লো ছবিটি। 

গত রোববার ছিল ‘দঙ্গল’-এর দশম দিন। অথচ এই দিনেও ছবিটি শুধু ভারতেই আয় করে ৩০ কোটি রুপি। যা অতীতে দ্বিতীয় রোববারে কোনো ছবির ক্ষেত্রে এমনটি ঘটেনি। শুধু তাই না, এর মধ্য দিয়ে মাত্র দশ দিনের আয় দিয়ে ‘দঙ্গল’ জায়গা করে নিয়েছে বলিউডের সর্বকালের আয়কারী সিনেমার চার নম্বর তালিকায়। 

চেন্নাই এক্সপ্রেস ও কিককে পেছনে ফেলে মুক্তির দশম দিনেই ছবিটি এমন বিরল রেকর্ড অর্জন করে। 

২০১৪ সালে রাজ কুমার হিরানির আলোচিত ছবি ‘পিকে’তে অভিনয়ের প্রায় তিন বছর পর প্রেক্ষাগৃহে এল আমিরের নতুন ছবি ‘দঙ্গল’। আর এরজন্য ভীষণ উত্তেজনায় ছিলেন আমির খান নিজেই। কুস্তিগীর মহাবীর সিংয়ের জীবনী নির্ভর ছবি ‘দঙ্গল’ নিয়ে যেনো সেই উত্তেজনার সুফল ভোগ করতে চলেছেন তিনি। কারণ মুক্তির চার দিনেই ছবিটির মোট খরচেরও বেশী উঠে আসে! এখন শুধু শত শত কোটি আয়ের সময়।

‘দঙ্গল’-এর প্রদর্শনী:
ভারতজুড়ে মোট ৪৩০০ প্রেক্ষাগৃহে মুক্তি পায় আমির খানের ছবি ‘দঙ্গল’

‘দঙ্গল’-এর বাজেট:
ছবির মোট বাজেট ১২৫ কোটি রুপি। এই ছবির জন্য আমির খান নিয়েছেন ৫০ কোটি রুপি। 
প্রোডাকশন ব্যয় ১০০ কোটি রুপি(আমিরের ৫০কোটি পারিশ্রমিকসহ), প্রিন্ট ও বিজ্ঞাপনে খরচ হয় ২৫ কোটি রুপি। 

নীতেশ তেওয়ারির পরিচালনায় মহাবীর সিং ফোগাতের চরিত্রে অভিনয় করে এরইমধ্যে ভীষণ আলোচনার জন্ম দিয়েছেন আমির। কারণ এ চরিত্রে অভিনয় করতে যেয়ে আমির তরুণ ও বৃদ্ধ দুটো বয়সেই অভিনয় করেন। এরজন্য তাকে ২৫ কেজি ওজন বাড়াতে ও কমাতে হয়েছিল।

সোনালনিউজ/ঢাকা/এমটিএল

Wordbridge School
Link copied!