• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

দশ হাজার অতিরিক্ত ব্যাক্তি হজ করতে পারবেন!


নিজস্ব প্রতিবেদক এপ্রিল ১০, ২০১৭, ০৭:৪৬ পিএম
দশ হাজার অতিরিক্ত ব্যাক্তি হজ করতে পারবেন!

ঢাকা: আসন্ন হজ মৌসুমে সৌদি আরব সরকার নির্ধারিত কোটার বাইরে অতিরিক্ত ১০ হাজার বাংলাদেশিকে হজে যাওয়ার অনুমতি দিচ্ছে। এজন্য ধর্মমন্ত্রীর পক্ষ থেকে সৌদি আরবকে এক প্রস্তাব দেয়া হয়েছে। প্রস্তাবের ব্যাপারে সমর্থনের ইঙ্গিত পেয়েছে বাংলাদেশ বলে ধর্ম মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে। 

সূত্র জানায়, ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান বর্তমানে বাংলাদেশ সফররত সৌদি প্রতিনিধিদলের কাছে নির্ধারিত কোটার অতিরিক্ত আরো ১০ হাজার কোটা বৃদ্ধির মৌখিক প্রস্তাব দিয়েছেন। মন্ত্রী সৌদি অতিথিদের সঙ্গে আলাপকালে জানান, বাংলাদেশ ধর্মপ্রাণ মুসল্লির সংখ্যা দিন দিন বাড়ছে। অনেকেই আল্লাহর ঘরে সৌদি আরব যেতে চান।

হজ চুক্তি অনুযায়ী সরকারি ১০ হাজার ও বেসরকারি ব্যবস্থাপনায় এক লাখ ১৭ হাজার ১৯৮ জনসহ মোট এক লাখ ২৭ হাজার ১৯৮ জনের কোটা বরাদ্দ রয়েছে। তবে ইতোমধ্যে প্রায় এক লাখ ৯০ হাজার মুসল্লি প্রাক নিবন্ধন করেছেন।

সৌদি অতিথিরা দেশে ফিরে বিষয়টি নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলাপ-আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন বলে সূত্র জানায়।

সোনালীনিউজ/ঢাকা/আতা

Wordbridge School
Link copied!