• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

দশম অধিবেশন শুরু, চলবে ৫ মে পর্যন্ত


নিজস্ব প্রতিবেদক এপ্রিল ২৪, ২০১৬, ০৮:৪২ পিএম
দশম অধিবেশন শুরু, চলবে ৫ মে পর্যন্ত

সোনালীনিউজ ডেস্ক

দশম জাতীয় সংসদের ‘কার্য-উপদেষ্টা কমিটি’র দশম বৈঠক শুরু হয়েছে। জাতীয় সংসদ ভবনে আজ রোববার বিকেল ৫টায় শুরু হওয়া এই বৈঠক চলবে আগামী ৫ মে পর্যন্ত।

কমিটির সভাপতি স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বৈঠকে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং কমিটি সদস্যরা অংশ নেন।

সংসদ সচিবালয় থেকে জানানো হয়, বৈঠকে সিদ্ধান্ত গৃহীত হয়েছে, দশম জাতীয় সংসদের দশম অধিবেশন আগামী ৫ মে পর্যন্ত চলবে। প্রতিদিন বিকেল ৫টায় অধিবেশন শুরু হবে। তবে প্রয়োজনে স্পিকার এ সময়  পরিবর্তন করতে পারবেন।

কমিটির সদস্য বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ, হুসেইন মুহম্মদ এরশাদ, তোফায়েল আহমেদ, শেখ ফজলুল করিম সেলিম, মো. ফজলে রাব্বী মিয়া, আবুল হাসানাত আবদুল্লাহ, রাশেদ খান মেনন, আ স ম ফিরোজ, মইন উদ্দীন খান বাদল এবং আনিসুল হক বৈঠকে অংশ নেন।

বাংলাদেশ জাতীয় সংসদের সিনিয়র সচিব ড. মো. আবদুর রব হাওলাদার ও সংসদ সচিবালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।

সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!