• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

দাঁড়িপাল্লা প্রতীক কাউকে না দেয়ার সিদ্ধান্ত


নিজস্ব প্রতিবেদক ডিসেম্বর ১৩, ২০১৬, ০২:৪৯ পিএম
দাঁড়িপাল্লা প্রতীক কাউকে না দেয়ার সিদ্ধান্ত

বাংলাদেশ সুপ্রিম কোর্টের মনোগ্রাম দাঁড়িপাল্লায় হওয়ায় কোনো রাজনৈতিক দলকে এই প্রতীক না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে হাইকোর্ট। এ বিষয়ে নির্বাচন কমিশন খুব দ্রুত নির্দেশনা দেওয়া হবে বলে সুপ্রিমকোর্টের অতিরিক্ত রেজিস্ট্রার সাব্বির ফয়েজ জানিয়েছেন।

গতকাল সোমবার (১২ ডিসেম্বর) অনুষ্ঠিত সুপ্রিম কোর্টের ফুলকোর্ট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

মঙ্গলবার (১৩ ডিসেম্বর) দুপুরে এ বিষয়ে সুপ্রিম কোর্টের অতিরিক্ত রেজিস্ট্রার (প্রশাসন ও বিচার) সাব্বির ফয়েজ বলেন, সিদ্ধান্তের বিষয়টি আগামীকাল চিঠি দিয়ে নির্বাচন কমিশনকে জানানো হবে।

সভা সূত্রে জানা গেছে, সুপ্রিম কোর্টের মূল বিল্ডিংয়ের মনোগ্রামে অঙ্কিত দাঁড়িপাল্লায় ২টা চেইনের স্থলে ৩টা চেইন লাগানো হবে। এনেক্স বিল্ডিংয়ের মনোগ্রামে অঙ্কিত দাঁড়িপাল্লায় ৩টি চেইনই থাকবে।

উল্লেখ্য, বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাচনী প্রতীক দাঁড়িপাল্লা। দলটি নির্বাচন কমিশনের নিবন্ধন হারানোয় বর্তমানে বিষয়টি সর্বোচ্চ আদালতে বিচারাধীন রয়েছে। এ ছাড়া সভায় নতুন বছরে সুপ্রিম কোর্টের অবকাশকালীন ছুটি ৬২ দিন নির্ধারণ করা হয়েছে।

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার সভাপতিত্বে ফুলকোর্ট সভায় আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতিরা উপস্থিত ছিলেন।

সোনালিনিউজ/ঢাকা/এমএইউ

Wordbridge School
Link copied!