• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

দাউদ ইব্রাহিমের টাকায় ‘হাসিনা পার্কার’!


বিনোদন ডেস্ক সেপ্টেম্বর ২১, ২০১৭, ০১:২০ পিএম
দাউদ ইব্রাহিমের টাকায় ‘হাসিনা পার্কার’!

ঢাকা: মাফিয়া ডন দাউদ ইব্রাহিমের টাকায় নির্মিত হয়েছে ‘হাসিনা পার্কার’! দাউদের বোন হাসিনা পার্কারকে নিয়ে বানানো ছবি দাউদের সংস্থা টাকা দিয়েছে কি-না, সেটা নিয়ে প্রশ্ন উঠেছে। এ ঘটনার তদন্ত দাবি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে চিঠি দিয়েছে হিন্দু সেনা।মুক্তির আগেই বিপাকে হলিউড সিনেমা ‘হাসিনা পার্কার’!

তাদের অভিযোগ, সিনেমাটিতে পুলিশের ভাবমূর্তি নষ্ট করা হয়েছে। এরই মধ্যে এ ঘটনা তদন্তে নেমেছে পুলিশ। তাদের দাবি, হাসিনা পার্কার ছবিতে অপরাধ জগৎ থেকেই বিনিয়োগ করা হয়েছে।

‘হাসিনা পার্কার’ শ্রদ্ধা

বুধবার এক সংবাদ সম্মেলনে ঠাণে পুলিশ কমিশনার পরমবীর সিংহ দাবি করেন, এ ধরনের অপরাধের পক্ষে যুক্তি দিতে ওই ছবিতে টাকা দিয়েছে অপরাধীরা। এর আগেও একাধিকবার চাঁদাবাজি থেকে পাওয়া টাকা বলিউডে সিনেমায় ঢেলেছে দাউদ ও তার সহযোগীরা।

হাসিনা পার্কার সিনেমায়ও সেই সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। সম্প্রতি গ্রেফতার হওয়া দাউদ ইব্রাহিমের ভাই ইকবাল কাসকর প্রসঙ্গে আরেক পুলিশ কর্মকর্তা জানান, হাসিনার মৃত্যুর পর তার নাগপাড়ার বাড়ি থেকে মুম্বাই ও ঠাণের ব্যবসা সামলাতো ইকবাল। হাসিনার বেঁচে থাকতে তার বাড়িতে প্রতিদিন বৈঠক বসতো। তার মৃত্যুর পরও সেই প্রথা চালু রেখেছিল ইকবাল।

শ্রদ্ধা কাপুর অভিনীত হাসিনা পার্কারকে নিয়ে নির্মিত ছবিটি আগামী ২২ সেপ্টেম্বর মুক্তি পাওয়ার কথা। ১৯৯১ সালে তার স্বামী খুন হওয়ার পর মাফিয়া জগতে পা রাখে হাসিনা। ধীরে ধীরে ত্রাস আপা হয়ে ওঠা হাসিনা মূলত মুম্বাইয়ে দাউদের ব্যবসা সামলাতো। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় বহু মামলা ছিল। ২০১৪ সালে মারা যান হাসিনা। তাকে নিয়ে নির্মিত ওই সিনেমায় ১৯৯৩ সালের মুম্বাই বিস্ফোরণের ঘটনা দেখানো হয়েছে।

ভারতীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো চিঠিতে হিন্দু সেনা দাবি করে, ছবিতে মুম্বাই বিস্ফোরণে পুলিশের ভূমিকাকে অত্যন্ত ছোটো করে দেখানো হয়েছে। এমনকি ওই ছবিতে বিস্ফোরণের সমর্থনে যথেষ্ট যুক্তিও দেওয়া হয়েছে। ছবিটিতে সব মিলিয়ে যেন দাউদের পরিবারের প্রতি সহানুভূতি জানাতেই নির্মাণ করা হয়েছে।

ছবিতে অপরাধ জগতের কেউ টাকা দিয়েছে কি-না, এ বিষয়ে তদন্ত চেয়ে হিন্দু সেনা চিঠি দেওয়ার পরপরই ঠাণে পুলিশ দ্রুত তদন্তে নামায় জনমনে সন্দেহ দেখা দিয়েছে। অনেকের প্রশ্ন, চাপে পড়েই কি তড়িঘড়ি করে তদন্তের নির্দেশ দিয়েছে বিজেপি সরকার।

সোনালীনিউজ/বিএইচ

Wordbridge School
Link copied!