• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

দাদীর কবরের পাশে শায়িত শাকিল


ময়মনসিংহ প্রতিনিধি ডিসেম্বর ৭, ২০১৬, ০৮:৪১ পিএম
দাদীর কবরের পাশে শায়িত শাকিল

ময়মনসিংহ : জানাজা শেষে ময়মনসিংহ শহরের ভাটিকাশর পৌর কবরস্থানে দাদীর কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারি মাহবুবুল হক শাকিল। বুধবার (৭ ডিসেম্বর) বাদ মাগরিব শহরের কেন্দ্রীয় আঞ্জুমান ঈদগাহ ময়দানে হাজারো মানুষ তার জানাজায় অংশ গ্রহন করেন।

জানাজায় ধর্মমন্ত্রী অধ্যক্ষ আলহাজ্জ মতিউর রহমান, ক্রীড়া উপমন্ত্রী আরিফ হোসেন খান  জয়, সংসদ সদস্য এড. মোসলেম উদ্দিন, নাজিম উদ্দিন আহমেদ,  আনোয়ারুল আবেদীন খান তুহীন, ফাহিম গোলান্দাজ বাবেল, খালিদ মাহমুদ চৌধুরী, আবু সাইদ আল মাহমুদ স্বপন, অসিম কুমার উকিল, বিভাগীয় কমিশনার জিএম সালেহ উদ্দিন , ডিআইজি চৌধুরী আবদুল্লাহ আল মামুন, জেলা প্রশাসক  মো খলিলুর রহমান, পুলিশ সুপার সৈয়দ মো. নুরুল ইসলাম, সাবেক প্রতিমন্ত্রী ও জেলা বিএনপির সভাপতি একে এম মোশাররফ হোসেন, সাধারণ সম্পাদক ওয়াহাব আকন্দ, পৌর মেয়র ইকরামুল হক টিটু,  বঙ্গবীর কাদের সিদ্দিকী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. মোয়াজ্জেম হোসেন বাবুল, মহানগর আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম, সাধারণ সম্পাদক মোহিত-উর রহমান শান্তসহ আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পাটি, জাসদ, ওয়াকার্স পার্টিসহ বিভিন্ন রাজনৈতিকদলের নেতাকর্মীরাসহ হাজারো মানুষ অংশ গ্রহন করেন।

জানাযার আগে বক্তব্য রাখেন, ধর্মমন্ত্রী আলহাজ্জ অধ্যক্ষ মতিউর রহমান ও মরহুম শাকিলের বাবা ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের সাবেক প্রশাসক এড. জহিরুল হক খোকা। শাকিলের বাবা অ্যাডভোকেট জহিরুল হক খোকা তার ছেলের জন্য সকলের কাছে দোয়া কামনা করেন। আগামী শুক্রবার (৯ ডিসেম্বর) বাদ জুম্বা মরহুমের বাঘমারাস্থ নিজ বাড়িতে দোয়া মাহফিল আনুষ্ঠানের আয়োজন করা হবে।

বুধবার (৭ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে নগরীর বাঘমারা রোডের বাসার সামনে শাকিলের মরদেহবাহী গাড়িটি পৌঁছেলে এক হৃদয়বিদারক অবস্থা সৃষ্টি হয়। এসময় স্বজন সহকর্মি ও দলীয় নেতাকর্মীদের মাঝে কান্নার রোল ওঠে। শাকিলের মা  নুরুন্নাহার টগর বারবার মুর্ছা যাচ্ছিলেন ছেলের শোকে। শাকিলের বাসায় নামে শোকার্ত মানুষের ঢল।

বিকেল ৪টায় নগরীর টাউন হল মাঠে শেষ শ্রদ্ধা জানানোর জন্য শাকিলের মরদেহ রাখা হয়। প্রশাসনের উর্ধতন কর্মকর্তা, জেলা আওয়ামী লীগ, মহানগর আওয়ামী লীগ, জেলা ছাত্রলীগসহ বিভিন্ন অঙ্গ সংগঠন মরদেহে ফুলের শ্রদ্ধা নিবেদন করেন। এরপর বাদ মাগরিব নগরীর আঞ্জুমান মাঠে নামাজে জানাজা শেষে ভাটিকাশর কাশর পৌর কবরস্থানে তাকে দাফন করা হয়।

গত ৬ ডিসেম্বর দুপুরে গুলশানের একটি রেস্টুরেন্টে মধ্যাহ্ন ভোজের সময় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান প্রধানমন্ত্রী বিশেষ সহকারি মাহবুবুল হক শাকিল। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৮ বছর।

সোনালীনিউজ/ঢাকা/এমএইচএম

Wordbridge School
Link copied!