• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

‘দানবীয় শক্তিকে বিনাশ করতে’


নিজস্ব প্রতিবেদক জুন ১১, ২০১৬, ০৩:৪৭ পিএম
‘দানবীয় শক্তিকে বিনাশ করতে’

জঙ্গিবাদের দানবীয় শক্তিকে বিনাশ করতে জনগণের এগিয়ে আসতে হবে। কারণ ১৬ কোটি মানুষের সবাইকে পুলিশের পক্ষে নিরাপত্তা দেওয়া সম্ভব নয়। এজন্য সন্ত্রাসী সংগঠন ও এর মদদদাতাদের আঁতাত ভেঙে দিতে হবে। অন্যথায় দেশ নিরাপদ হবে না।

শনিবার (১১ জুন) সকালে রাজধানীর সিরডাপ মিলনায়তনে সম্মিলিত নাগরিক সমাজ আয়োজিত গোলটেবিল বৈঠকে নিরাপত্তা বিশেষজ্ঞ মেজর জেনারেল (অব.) আব্দুর রশিদ এসব কথা বলেন।

আব্দুর রশিদ বলেন, জঙ্গিদের রাজনৈতিক হাতিয়ার বানানোর কুশীলবদের নজর রাখতে হবে। কেননা, ভিনদেশি মদদ প্রবাহিত হয় দেশিয় পৃষ্ঠপোষকদের মাধ্যমে। তাই পৃষ্ঠপোষক থেকে জঙ্গিদের আলাদা করতে হবে।

পিকেএসএফের সভাপতি ড. কাজী খলীকুজ্জমানের সভাপতিত্বে বৈঠক চলছে। এতে উপস্থিত রয়েছেন- বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য একেএম নূর-উন-নবী, সাবেক প্রধান তথ্য কমিশনার রাষ্ট্রদূত মোহাম্মদ জমির, সেক্টর কমান্ডারস ফোরামের সহ-সভাপতি ম হামিদ প্রমুখ।

সোনালীনিউজ/ঢাকা/এমএইউ

Wordbridge School
Link copied!