• ঢাকা
  • মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

দাবি পরিশোধের হার বেড়েছে জীবন বীমায়


অর্থনৈতিক প্রতিবেদক জানুয়ারি ১৭, ২০১৭, ১২:৩৫ পিএম
দাবি পরিশোধের হার বেড়েছে জীবন বীমায়

জীবন বীমায় দাবি পরিশোধের হার বেড়েছে। সদ্য বিদায়ী বছরের সেপ্টেম্বর পর্যন্ত উত্থাপিত বীমা দাবির ৮৮ দশমিক ৮৬ ভাগ পরিশোধ করেছে জীবন বীমা কোম্পানিগুলো। অথচ বিগত বছরগুলোতে ৮০ ভাগ দাবিই অপরিশোধিত থাকত এসব কোম্পানির। 

বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) কাছে জীবন বীমা কোম্পানিগুলোর দাখিল করা প্রতিবেদন সূত্রে জানা যায়, বিদায়ী বছরের সেপ্টেম্বর পর্যন্ত দাবি পরিশোধের দিক থেকে শীর্ষ অবস্থানে রয়েছে ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স। কোম্পানিটির দাবি পরিশোধের হার ৯৬ দশমিক ৯৮ ভাগ। পরের অবস্থানে থাকা সন্ধানী লাইফ ইন্স্যুরেন্সের দাবি পরিশোধের হার ছিল ৮৯ দশমিক ৯৮ ভাগ। এদিকে তৃতীয় অবস্থানে থাকা রূপালী লাইফ ইন্স্যুরেন্সের দাবি পরিশোধের হার ছিল ৮৯ দশমিক ৬৯ ভাগ। বিদেশি জীবন বীমা কোম্পানি মেটলাইফ ৭৯ দশমিক ৭৮ ভাগ দাবি পরিশোধ করে দশম অবস্থানে রয়েছে। তবে পপুলার লাইফ ইন্স্যুরেন্সের জুন মাস পর্যন্ত দাবি পরিশোধের হার ছিল ৯৯ দশমিক ৩৯ ভাগ। ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির জুলাই মাস পর্যন্ত দাবি পরিশোধের হার ছিল ৯৯ ভাগ। জীবন বীমা কোম্পানিগুলোর দাবি পরিশোধকে ইতিবাচক বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এ বিষয়ে জানতে চাইলে আইডিআরএ’র মূখপাত্র জুবের আহমেদ খান সংবাদ প্রতিদিনকে জানান, বীমা নিয়ন্ত্রক সংস্থা হিসেবে আইডিআরএ নিজস্ব গতি অনুযায়ী চলছে। ফলে কোম্পানিগুলোর মাঝে দাবি পরিশোধ প্রবণতা বেড়েছে বলে মনে করেন তিনি।

এদিকে ২০১৬ সালের সেপ্টেম্বর পর্যন্ত ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সে সর্বমোট ৬৩ হাজার ৫৬০টি দাবি উত্থাপিত হয়। এর মধ্যে ৬১ হাজার ৬৪৩টি দাবি পরিশোধ করে। অর্থাৎ ৯৬ দশমিক ৯৮ ভাগ দাবি পরিশোধ করেছে ফারইস্ট লাইফ। এর পরের অবস্থানে রয়েছে সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স। আলোচ্য সময়ে কোম্পানিটিতে ৫৮ হাজার ৮৮২টি দাবি উত্থাপিত হয়। এর মধ্যে ৫২ হাজার ৯৮৪টি দাবি পরিশোধ করা হয়। অর্থাৎ কোম্পানিটি বীমা দাবি পরিশোধ করেছে ৮৯ দশমিক ৯৮ শতাংশ। রূপালী লাইফ ইন্স্যুরেন্সে গত সেপ্টেম্বর পর্যন্ত ২৮ হাজার ৯৮৬টি বীমা দাবি উত্থাপিত হয়। এর মধ্যে ২৬ হাজার দাবি পরিশোধ করা হয়েছে। সে হিসাবে কোম্পানিটি ৮৯ দশমিক ৬৯ শতাংশ দাবি পরিশোধ করে করে তৃতীয় অবস্থানে রয়েছে। 

এ ছাড়া দাবি পরিশোধের হারের দিক দিয়ে চতুর্থ অস্থানে রয়েছে সানলাইফ ইন্স্যুরেন্স। বিগত বছরে কোম্পানিটিতে ৩১ হাজার ৯০৭টি দাবি উত্থাপিত হয়। যার মধ্যে ২৮ হাজার ২৭৩টি দাবি পরিশোধ করা হয়েছে। অর্থাৎ ৮৮ দশমিক ৬১ ভাগ দাবি পরিশোধ করেছে সানলাইফ। এর পরের অবস্থানে রয়েছে প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স। আলোচ্য সময়ে উত্থাপিত ৩৫ হাজার ১৩৯টি দাবির মধ্যে ২৯ হাজার ১৪৮টি দাবি পরিশোধ করে কোম্পানিটি। যার পরিমাণ ৮২ দশমিক ৯৫ ভাগ। এদিকে পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি ৮২ দশমিক ৭৬ ভাগ দাবি পরিশোধ করে ষষ্ঠ অবস্থানে রয়েছে। ২০১৬ সালের সেপ্টেম্বর পর্যন্ত কোম্পানিটিতে ২৪ হাজার ৪৫১টি দাবি উত্থাপিত হয়েছে। যার মধ্যে ২০ হাজার ২৩৭টি দাবি পরিশোধ করা হয়েছে। সানফ্লাওয়ার লাইফ ইন্স্যুরেন্সে আলোচ্য সময়ে ২৯ হাজার ১২১টি দাবি উত্থাপিত হয়। যার মধ্যে ২৩ হাজার ৮৮৬টি দাবি পরিশোধ করা হয়েছে। অর্থাৎ ৮২ দশমিক ২ ভাগ দাবি পরিশোধ করেছে সানফ্লাওয়ার।

জীবন বীমা কোম্পানির একাধিক মুখ্য নির্বাহীর সঙ্গে কথা বলে জানা গেছে, সাধারণ মানুষের কাছে বীমাশিল্পের একটা নেতিবাচক প্রচারণা রয়েছে। বীমা কোম্পানি বীমার দাবি পরিশোধে গড়িমসি করে। আইডিআরএ গঠনের পর বীমা খাতে যথেষ্ট স্বচ্ছতা ফিরে এসেছে। তবে সদ্য বিদায়ী বছরে কোম্পানিগুলোর দাবি পরিশোধ জীবন বীমা কোম্পানির জন্য ইতিবাচক বলে মনে করেন তারা।

অন্যদিকে সরকারি প্রতিষ্ঠান জীবন বীমা করপোরেশনে আলোচ্য সময়ে ৫২ হাজার ৪৮২টি দাবি উত্থাপিত হয়। এর মধ্যে ৪২ হাজার ৭২৬টি দাবি পরিশোধ করা হয়েছে। অর্থাৎ আলোচ্য সময়ে প্রতিষ্ঠানটি ৮১ দশমিক ৪১ ভাগ দাবি পরিশোধ করেছে। শতাংশের হিসাবে যার অবস্থান অষ্টম। এ ছাড়া নবম অবস্থানে রয়েছে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স সর্বমোট ৪৬৫টি দাবির বিপরীতে ৩৭৮টি দাবি পরিশোধ করেছে প্রতিষ্ঠানটি। অর্থাৎ আলোচ্য সময়ে কোম্পানিটি ৮১ দশমিক ২৯ ভাগ দাবি পরিশোধ করেছে। এর পরের অবস্থানে রয়েছে বিদেশি কোম্পানি মেটলাইফ। আলোচ্য সময়ে এই কোম্পানি ৯৩ হাজার ৭৫৩টি দাবির মধ্যে ৭৪ হাজার ৮০৫টি দাবি পরিশোধ করে। যার পরিমাণ ৭৯ দশমিক ৭৮ ভাগ। 

এ ছাড়া মেঘনা লাইফ ইন্স্যুরেন্স এক হাজার ৮২১টি বীমা দাবির মধ্যে এক হাজার ৪৪৮টি দাবি পরিশোধ করেছে। আলোচ্য কোম্পানিটির দাবি পরিশোধের হার ছিল ৭৯ দশমিক ৫১ ভাগ। বায়রা লাইফ ইন্স্যুরেন্স ৫ হাজার ৮০টি দাবির মধ্যে তিন হাজার ৭০১টি দাবি পরিশোধ করেছে। অর্থাৎ আলোচ্য সময়ে কোম্পানিটি ৭২ দশমিক ৮৫ ভাগ দাবি পরিশোধ করেছে। এর পরের অবস্থানে থাকা শীর্ষস্থানীয় বীমা কোম্পানি ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স। কোম্পানিটি এক লাখ ৯২ হাজার ১৮৫টি বীমা দাবির বিপরীতে পরিশোধ করেছে এক লাখ ৩৫ হাজার ৭৭৩টি। অর্থাৎ প্রতিষ্ঠানটি ৭০ দশমিক ৬৪ ভাগ বীমা দাবি পরিশোধ করেছে। 

এ ছাড়া হোমল্যান্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি ১৭ হাজার ৪৪৬টি দাবির মধ্যে ১২ হাজার ১৪৪টি বা ৬৯ দশমিক ৬০ ভাগ দাবি পরিশোধ করেছে। এর পরের অবস্থানে রয়েছে গোল্ডেন লাইফ ইন্স্যুরেন্স। আলোচ্য সময়ে প্রতিষ্ঠানটি ২৯ হাজার ৪১টি দাবির বিপরীতে ১৬ হাজার ৩৪৩টি বা ৫৬ দশমিক ২৭ ভাগ দাবি পরিশোধ করেছে। এদিকে পপুলার লাইফ ইন্স্যুরেন্সের জুন মাস পর্যন্ত দাবি পরিশোধের হার ছিল ৯৯ দশমিক ৩৯ ভাগ। 

এ সময় কোম্পানিটি চার লাখ ৫০ হাজার ৭০৭টি দাবির মধ্যে চার লাখ ৪৭ হাজার ৯৮০টি দাবি পরিশোধ করে। আর জুলাই মাস পর্যন্ত ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সে দাবি পরিশোধের হার ছিল ৯৯ ভাগ। এ সময় কোম্পানিটিতে এক লাখ ৩১ হাজার ৫২৩টি দাবি উত্থাপিত হয়। এর মধ্যে এক লাখ ৩০ হাজার ২১৮টি দাবি পরিশোধ করা হয়েছে। অন্যদিকে নতুন ১৩ বীমা কোম্পানিতে ২০১৬ সালের সেপ্টেম্বর পর্যন্ত চার হাজার ৫৬২টি দাবি উত্থাপিত হয়েছে। এর মধ্যে চার হাজার ৩৪৫টি দাবি পরিশোধ করেছে কোম্পানিগুলো। সে হিসাবে নতুন কোম্পানিগুলোতে দাবি পরিশোধের হার ছিল ৯৫ দশমিক ১৯ ভাগ। 

সোনালীনিউজ/ঢাকা/এমটিআই

Wordbridge School
Link copied!