• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

দাম হাঁকছে ১ লাখ থেকে ২৮ লাখ টাকা


বিশেষ প্রতিনিধি আগস্ট ১২, ২০১৮, ০৩:০৫ পিএম
দাম হাঁকছে ১ লাখ থেকে ২৮ লাখ টাকা

ঢাকা: কদিন পরই কোরবানির ঈদ। হাসিল, পরিবহনের ঝক্কি না থাকায় এরই মধ্যে বিক্রি হয়ে গেছে রাজধানীর খামারগুলোর ৬০ ভাগ পশু। গত বছরের চেয়ে এবার উৎপাদনও হয়েছে দ্বিগুণ। তবে গরুপ্রতি দাম হাকা হচ্ছে ৮০ হাজার থেকে ২৮ লাখ টাকা।

সিরাজগঞ্জের এনায়েতপুরে নিজস্ব খামারে ৬০টি গরু লালন-পালন করেছে আল-আইমান এগ্রো। বেশি দামের আশায় বিক্রির জন্য আনা হয়েছে রাজধানীর মোহাম্মদপুরে। আকার ভেদে দাম ৮০ হাজার থেকে ৭ লাখ টাকা।

ঢাকার আশপাশে পশু পালনে যুক্ত হয়েছে হাজারো খামারি। গতবছর এক হাজার ৭৭৯টি খামারে কোরবানি যোগ্য পশু ছিলো ২৩ হাজার ৩১৬টি। এবার তা বেড়ে দাঁড়িয়েছে ৪৩ হাজারে। এরই মধ্যে বিক্রি হয়ে গেছে ৬০ ভাগ।

ভিড় আর হাসিলের ঝক্কি-ঝামেলা এড়োতে অনেকেই আসছেন এসব খামার। কেনার পর অসুস্থ হলে আছে বদলে দেয়ার ব্যবস্থা, কেনা যাচ্ছে অনলাইনেও। তবে দাম মধ্যবিত্তদের নাগালের বাইরে।

প্রাণিসম্পদ অধিদপ্তর বলছে, ঢাকায় পশুর দাম বেশি পাওয়া যায় বলেই, প্রতিবছরই বাড়ছে এমন খামারের সংখ্যা। এখানে কৃত্রিমভাবে মোটাতাজা করার তথ্যও নেই তাদের কাছে।

এবছর দেশে কোরবানিযোগ্য পশু রয়েছে এক কোট ১৫ লাখ ৮৮ হাজার ৯২৩টি। বিপরীতে কোরবানি হতে পারে এক কোটি ৮ লাখ।


সোনালীনিউজ/জেডআরসি/আকন

Wordbridge School
Link copied!