• ঢাকা
  • মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

দায়িত্ব পালনকালে ৬৪৯ পুলিশ সদস্য নিহত


নিজস্ব প্রতিবেদক জুন ১৫, ২০১৭, ০৮:৫৮ পিএম
দায়িত্ব পালনকালে ৬৪৯ পুলিশ সদস্য নিহত

ঢাকা: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানিয়েছেন, বিগত ২০০৯ সাল হতে ২০১৭ সাল পর্যন্ত দায়িত্ব পালনরত অবস্থায় ৩ হাজার ৯৬৮ জন পুলিশ সদস্য আহত এবং ৬৪৯ জন নিহত হয়েছেন। একই সময়ে দায়িত্বরত অবস্থায় ৩ জন বিজিবি সদস্য নিহত এবং ২০ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৫ জুন) জাতীয় সংসদে মহিলা আসনের সংসদ সদস্য পিনু খানের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, এর মধ্যে ২০০৯ সালে আহত হন ১২৫ জন ও নিহত হন ২৮ জন। ২০১০ সালে ১৭৬ জন আহত ও ৪০ জন নিহত হন। ২০১১ সালে ১৯০ জন আহত ও ৫১ জন নিহত হন। ২০১২ সালে ২০৫ জন আহত ও ৩৮ জন নিহত হন। ২০১৩ সালে ২ হাজার ২১০ জন আহত ও ১০৯ জন নিহত হন। ২০১৪ সালে ২৮১ জন আহত ও ১০২ জন নিহত হন। ২০১৫ সালে ৩৭২ জন আহত ও ১২৬ জন নিহত হন। ২০১৬ সালে ২৫৯ জন আহত ও ১২৮ জন নিহত হন। ২০১৭ সালের মে পর্যন্ত ১৫০ জন আহত এবং ২৭ জন নিহত হয়েছেন।

সোনালীনিউজ/ঢাকা/জেএ

Wordbridge School
Link copied!