• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
মেহেরপুর পৌর নির্বাচন

দায়িত্বে অবহেলা: দুই এসআই বরখাস্ত


মেহেরপুর প্রতিনিধি এপ্রিল ২৫, ২০১৭, ০৭:৩৬ পিএম
দায়িত্বে অবহেলা: দুই এসআই বরখাস্ত

ভোট গ্রহণ বন্ধের পর পোলিং এজেন্টদের প্রতিবাদ

মেহেরপুর: মেহেরপুর পৌরসভা নির্বাচনে দায়িত্বে অবহেলার দায়ে পুলিশের দুই উপ পরিদর্শককে (এসআই) সাময়িক বরখাস্ত করা হয়েছে। এরা হচ্ছেন- এসআই কার্তিক চন্দ্র পাল ও এসআই ফকরুল ইসলাম।

স্থগিত হওয়া মেহেরপুর সরকারী বালক উচ্চ বিদ্যালয় কেন্দ্রে দায়িত্বে ছিলেন বরখাস্ত দুই এসআই।

সূত্র জানায়, ভোট গ্রহণ শুরুর আগে রাতে সোমাবর (২৪ এপ্রিল) ওই দুই কেন্দ্রে ব্যালট পেপারে সিল দিয়ে বাক্সে ভর্তির অভিযোগে মঙ্গলবার (২৫ এপ্রিল) দুপুরে ভোট গ্রহণ সাময়িক স্থগিত করেছে জেলা রিটার্নিং অফিসার।

মেহেরপুর পুলিশ সুপার আনিছুর রহমান জানান, ওই দুই কেন্দ্রের প্রিজাইডিং অফিসারদ্বয় রাতে ব্যালটে সিল দেয়ার বিষয়ে লিখিত অভিযোগ করেছেন। কেন্দ্রের নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের দায়িত্বে অবহেলার অভিযোগ উঠেছে। এ কারণে এসআই কার্তিক কুমার পাল ও ফকরুল ইসলামকে নির্বাচনের দায়িত্ব থেকে প্রত্যাহার পূর্বক সাময়িক বরখাস্ত করা হয়েছে।

দুপুর ১২টার দিকে মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে ১ ও ২নং কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করা হয়। বাকি ১৩ টি কেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

সোনালীনিউজ/ঢাকা/এমএইচএম

Wordbridge School
Link copied!