• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

দিদি ও জেলেপাড়ার বৈশাখী মেলা


ফেসবুক থেকে ডেস্ক এপ্রিল ১৪, ২০১৭, ১১:২৯ এএম
দিদি ও জেলেপাড়ার বৈশাখী মেলা

ঢাকা: চিরায়ত বাঙলার প্রাণের উৎসব বাংলা নববর্ষ বরণ। এদিনে প্রাণে প্রাণে ছড়িয়ে পড়ে নতুন সুর। বাংলার ঘরে ঘরে উৎসবের আমেজ। আর এই উৎসবে মিশে থাকে কত না স্মৃতি। কখনও তা সুখের কিংবা দুঃখের। কখনও প্রিয়জন হারানো বেদনা। 

এ সময়ের তরুণ কবি ও লেখক Sujan Tajwar নববর্ষ বরণের আগ মুহূর্তে তার ফেসবুকে এমনই এক স্মৃতিকথা লিখেছেন-

আজ পহেলা বৈশাখ ১৪২৪
ঢাকা বিশ্ববিদ্যালয়ের 
অপরাজেয় বাংলা,
তুলু বর্ষবরণ অনুষ্ঠানের এক পাশে,
একটি চেয়ারে বসে আছে চুপচাপ।
সংগীত বিভাগের ছাত্রীরা লাল পেড়ে সাদা কপড় সহ বাহারি বৈশাখি সাজে সজ্জিত হয়ে বর্ষ বরণের গান গাচ্ছিন বটমূলে।
এসো হে বৈশাখ এসো এসো...
তুলু গানের সুরে হারিয়ে গেল। 
ডুবে গেল সোনালি অতীতের ভিড়ে।
চোখের সামনে ভেসে উঠল মালি বাড়ি ও জেলে পাড়ার বৈশাখি মেলা।
যেখানেই কেটেছে আমার শৈশব-কৈশোর।
সেবার দিদি আমাকে একটি মাটির ঘোরা কিনে দিয়েছিল।
আর দিদি কিনেছিল লাল ফিতে ও চুরি।
ফেরার পথে দশ টাকা দিয়ে দুই খণ্ড তরমুজ কিনতে ভুললো না দিদি।
আমরা সবুজ ধানক্ষেতের সরু আলপথ দিয়ে বাড়ি ফিরছিলাম।
মাঝ পথেই আমার তরমুজ খাওয়া শেষ।
কিন্তু দিদির টা দিদির হাতেই রয়ে গেছে।
সেদিন আমি দিদিকে প্রশ্ন করেছিলান, দিদি তুমি খাওনা কেন?
দিদি তখন হেসে বলেছিল এখনি খাব তোকে দেখিয়ে দেখিয়ে।
আমি তখন ময়াকান্না শুরু করে দিয়েছিলাম।
তা হবে না,তা হবে না বলে।
কিন্তু দিদি তরমুজে প্রথম কামড় দেওয়ার আাগেই তার হাত পিছলে তরমুজের খণ্ডটি পড়ে যায় পাশের ধানি জমির কাদায়।
এ দৃশ্য দেখে আমি খুশিতে লাফিয়ে উঠি।
অপর দিকে দিদির মুখ এতটাই গোমড়া ও কালো হয়ে যায় যে, আজ অব্দি দিদির ওমন মুখ আমি কখনো দেখিনি।
সেদিনের সেই কাল সন্ধায়ই শেষ বার মেলা থেকে আমি আর দিদি একসাথে বাড়ি ফিরেছিলাম।
দিদি এখন আর আমাদের সাথে থাকে না।
কিন্তু 
আজ এ মেলাতে বন্ধু, বান্ধবী প্রিয়জন সবাই থাকলেও শুধু আমার প্রিয় দিদি নেই।
দিদির কথা মনে পড়ে আমার অবুঝ চোখের কোণে জল এসে ভিড় করলো।
এমন সময় চারুকলায় মঙ্গলা শোভাযাত্রা বেরুবার প্রস্তুতি চলছিল।
তমালের ফোনে আমার হুস ফিরল।
আমি যে এখন আর গাঁয়ে থাকি না। 
আমি যে এখন মঙ্গল শোভাযাত্রায় বেরুবো।
বন্ধুরা যে 
পেছন ফিরে আমার অপেক্ষায়,
আমি এখন আর থাকব না অপরাজেয় বাংলায়।
আমি চললুম চারুকলায়।

সোনালীনিউজ/এন

Wordbridge School
Link copied!