• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১


দিনাজপুর প্রতিনিধি ফেব্রুয়ারি ১৪, ২০১৭, ০৫:৫২ পিএম
দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১

দিনাজপুর: জেলার চিরিরবন্দরে সৈয়দপুর-দশমাইল মহাসড়কে একটি মালবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের বাড়িতে ঢুকে পড়লে ঘটনাস্থলেই কিবরিয়া (২৫) নামে এক হেলপারের মৃত্যু ঘটেছে। নিহত কিবরিয়া ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার ওজনাসর গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে। এ সড়ক দুর্ঘটনাটি মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) ভোর আনুমানিক সাড়ে ৫টায় উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের শাহ্পাড়া নামক স্থানে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, ওই সময় কুমিল্লা থেকে দিনাজপুরগামী একটি মালবাহী ট্রাক (ঢাকা মেট্রো ট-১৪-৯৪৭৪) ওই স্থানে পৌঁছানোর পর চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি মহাসড়কের পাশে পাকেরহাট ডিগ্রী কলেজের অফিস সহকারি ফজলুর রহমানের পাকা বাড়িতে ঢুকে পড়ে। ফলে ওই ট্রাকের ধাক্কায় বাড়ির একটি পাকাঘর সম্পূর্ণ ও ট্রাকের সম্মুখভাগ দুমড়ে-মুষড়ে যায়।

বাড়ির মালিক ফজলুর রহমান জানান, এ দূর্ঘটনায় তার বাড়ির অন্তত ১০ লাখ টাকার মালামালের ক্ষতি হয়েছে।

দশমাইল হাইওয়ে থানা পুলিশের উপ-পরিদর্শক সাদেকুর রহমান ওরফে সাদেক জানান, ট্রাকটির হেলপার ওই সময় ট্রাকটি চালাচ্ছিলেন এবং নিয়ন্ত্রণ হারানোর কারণেই এ দুর্ঘটনা ঘটে। এ রিপোর্ট লেখা পর্যন্ত ট্রাকের চালকের কোন খোঁজ পাওয়া যায়নি।

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর

Wordbridge School
Link copied!