• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

দিনেশ চান্দিমালের অস্ত্রোপচার


ক্রীড়া ডেস্ক সেপ্টেম্বর ২০, ২০১৬, ১১:২১ এএম
দিনেশ চান্দিমালের অস্ত্রোপচার

শ্রীলঙ্কার উইকেটরক্ষক-ব্যাটসম্যান দিনেশ চান্দিমালের ডান হাতের বৃদ্ধাঙ্গুলে অস্ত্রোপচার করা হয়েছে। গত সপ্তাহে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ খেলতে গিয়ে ইনজুরিতে পড়েন তিনি। অক্টোবর-নভেম্বরে জিম্বাবুয়ে সফর করবে শ্রীলঙ্কা। ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকা সফরে যাবে তারা। এই সফরের জন্য দল ঘোষণার আগে চান্দিমালের পরীক্ষা নিরীক্ষা করা হবে।

বর্তমানে শ্রীলঙ্কা দলের সহ-অধিনায়কের দায়িত্বে রয়েছেন চান্দিমাল। সম্প্রতি অস্ট্রেলিয়া সিরিজে নিয়মিত অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুজ ইনজুরিতে থাকায় কয়েকটি ম্যাচে অধিনায়কের দায়িত্ব পালন করেন চান্দিমাল।

দিনেশ চান্দিমাল তার ক্যারিয়ারে ৩১টি টেস্ট, ১১৯টি ওডিআই ও ৪৫টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। এর মধ্যে তিনি শ্রীলঙ্কা দলকে তিনটি ওয়ানডে ম্যাচে ও ২১টি টি-টোয়েন্টি ম্যাচে নেতৃত্ব দিয়েছেন।

সোনালীনিউজ/ঢাকা/এমটিআই

Wordbridge School
Link copied!