• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

দীর্ঘমেয়াদি পরিকল্পনার মাধ্যমে দেশ আরও উন্নয়ন হচ্ছে


নিজস্ব প্রতিবেদক অক্টোবর ৬, ২০১৮, ০৭:১৮ পিএম
দীর্ঘমেয়াদি পরিকল্পনার মাধ্যমে দেশ আরও উন্নয়ন হচ্ছে

ঢাকা : প্রধানমন্ত্রী শেক হাসিনা বলেছেন, দেশকে উন্নত করতে সব দিক দিয়ে এগিয়ে যেতে হবে। একটি দেশকে উন্নত করার জন্য দীর্ঘ মেয়াদি পরিকল্পনা থাকা দরকার। দীর্ঘ মেয়াদি পরিকল্পনার মাধ্যেমে দেশ আরো উন্নয়ন হচ্ছে। আর আমরা সেটাই করছি।

শনিবার (৬ অক্টোবর) বিকেলে গণভবনে লায়ন্সের এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, দেশের উন্নয়নের জন্য দীর্ঘ মেয়াদি চিন্তা থাকতে হয়। আর এজন্য ১০০ বছরের পরিকল্পনা হাতে নিয়েছি। আমরা দারিদ্র্যের হার কমাতে সক্ষম হয়েছে। এখন দারিদ্র্যের হার ২১ শতাংশে নামিয়ে আনতে সক্ষম হয়েছে।

তিনি আরও বলেন, দেশকে আমাদের উন্নয়ন করতে হবে। আমরা জঙ্গিদমন করতে সক্ষম হয়েছি। তিনি বলেন, আমরা ডিজিটাল বাংলাদেশ করতে চেয়েছিলাম। সেটা আমরা করেছি।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!