• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

দুই অধিনায়ক ছাড়াই ট্রফি উম্মোচন!


ক্রীড়া প্রতিবেদক অক্টোবর ৬, ২০১৬, ০৯:৫১ এএম
দুই অধিনায়ক ছাড়াই ট্রফি উম্মোচন!

ট্রফি উম্মোচন হয়ে থাকে দুই দলের অধিনায়কের উপস্থিতিতে। ক্রিকেটে সাধারণত এটাই দেখা যায়। কিন্তু বাংলাদেশ-ইংল্যান্ড সিরিজের ট্রফি উম্মোচন করা হলো অনেকটা রেওয়াজ ভেঙ্গে, দুই দলের অধিনায়কের অনুপস্থিতিতে।

৭ ও ৯ অক্টোবর মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে প্রথম দু’টি ওয়ানডে। সিরিজের শেষ ম্যাচ চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ১২ অক্টোবর।এখানেই ২০ অক্টোবর শুরু সিরিজের প্রথম টেস্ট। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু ২৮ অক্টোবর মিরপুরে। ওয়ানডে ও টেস্ট সিরিজের আলাদা দুটি ট্রফি উম্মোচন করা হয়েছে বুধবার দুপুরে।

যেখানে দুই দলের অধিনায়কদের বদলে ট্রফি নিয়ে পোজ দেন বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরি, ডাচ বাংলা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কেএস তাবরেজ ও ইমপ্রেস-মাত্রা কনসোর্টিয়াম’র  ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর।

দুই অধিনায়কের অনুপস্থিতি নিয়ে বিসিবি প্রধান নির্বাহী বলেন,‘ আসলে সময় একটা ফ্যাক্টর। হাতে সময় কম। স্পন্সর প্রতিষ্ঠানও এমনটা চেয়েছিল। তাই এভাবেই আমরা করে ফেলেছি।’
প্রসঙ্গত, আফগানিস্তান সিরিজের মতো ইংল্যান্ড সিরিজেও টাইটাল স্পন্সর হয়েছে ডাচ বাংলা ব্যাংক লিমিটেড।

সোনালীনিউজ/ঢাকা/এমটিআই

Wordbridge School
Link copied!