• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

দুই উইকেট হারিয়ে চাপে শ্রীলঙ্কা


ক্রীড়া প্রতিবেদক জানুয়ারি ১৯, ২০১৮, ০৫:১৬ পিএম
দুই উইকেট হারিয়ে চাপে শ্রীলঙ্কা

ঢাকা: বাংলাদেশের দেয়া ৩২১ রানের বিশাল টার্গেটে ব্যাট করতে নেমে ৪৬ রান তুলতেই দুই উইকেট হারিয়ে চাপে পড়েছে শ্রীলঙ্কা। শুরু থেকেই লঙ্কানদের চেপে ধরেছেন বাংলাদেশের বোলাররা। দলের ২ রান উঠতেই ওপেনার কুশল পেরেরার উইকেট হারায় লঙ্কানরা। এরপর দলীয় ৪৩ রানের সময় আরেক ওপেনার উপুল থারাঙ্গার উইকেট হারায় শ্রীলঙ্কা।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১২ ওভারে তাদের সংগ্রহ ২ উইকেটে ৫৬ রান।

লঙ্কান দলের বাঁহাতি দুই ওপেনার উপুল থারাঙ্গা আর কুশল পেরেরাকে ভড়কে দিতে নাসির হোসেনকে দিয়ে বোলিং আক্রমণ শুরু করেন মাশরাফি বিন মর্তুজা। বুদ্ধিটা কাজে দিয়েছে বেশ।

নাসিরের প্রথম ওভারে মাত্র ২ রান নিতে পেরেছে শ্রীলঙ্কা। মাশরাফি তো পরের ওভারে রানই দেননি। এর মধ্যে তার একটি এলবিডব্লিউয়ের আবেদনে সাড়া দিয়েছিলেন আম্পায়ার। রিভিউ নিয়ে অল্পের জন্য বেঁচে যান উপুল থারাঙ্গা। অবশ্য টাইগার দল নেতার বলেই আউট হন তিনি।

পরের ওভারের প্রথম বলেই আঘাত হানেন নাসির। ডাউন দ্য উইকেটে খেলতে এসে তার নিচু হয়ে যাওয়া বল মিস করে বোল্ড হন ১ রান করা কুশল পেরেরা।

সোনালীনিউজ/এমএইচএম

Wordbridge School
Link copied!