• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

দুই জঙ্গির আত্মসমর্পণ, বাড়ির মালিক আটক


সাভার প্রতিনিধি জুলাই ১৬, ২০১৭, ১২:৪২ পিএম
দুই জঙ্গির আত্মসমর্পণ, বাড়ির মালিক আটক

ঢাকা: সাভারের আশুলিয়া এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রাখা বাড়ির ভেতর থেকে দুই জঙ্গি ‘আত্মসমর্পণ’ করছে বলে দাবি করেছে র‌্যাব।

র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার প্রধান কমান্ডার মুফতি মাহমুদ খান জানান, যারা আত্মসমর্পণ করেছে তারা জঙ্গি। বাড়ির ভেতর আরও দুইজন আছে বলেও জানান তিনি।

এদিকে আশুলিয়ার জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রাখা ওই বাড়ির মালিককে আটক করা হয়েছে।

এর আগে রোববার (১৬ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে ঘিরে রাখা বাড়ির ভেতর থেকে গুলি এবং বোমার বিস্ফোরণ ঘটানো হয়। তার আগে রাত ৩টার দিকে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) সদস্যদের লক্ষ্য করেও গুলি ছোড়ে সন্দেহভাজন জঙ্গিরা।

শনিবার (১৫ জুলাই) দিবাগত রাত ১টা থেকে আশুলিয়ার নয়ারহাটের চৌরাবালি এলাকার এই একতলা বাড়ি ঘিরে রাখা হয়।

ওই বাড়ির ভেতরে সন্দেহভাজন জঙ্গিরা অবস্থান করছে। আশপাশের ভবনের বাসিন্দাদের অন্যত্র সরিয়ে নেয়া হচ্ছে। র‌্যাব-৪ এর কমান্ডিং অফিসার অতিরিক্ত ডিআইজি খন্দকার লুৎফুল কবীর এ তথ্য নিশ্চিত করেছেন।

লুৎফুল কবীর আরও জানান, সন্দেহভাজন জঙ্গিরা রাত ৩টার দিকে ভেতর থেকে কয়েক রাউন্ড গুলি ছোঁড়ে। তবে এ পর্যন্ত কেউ হতাহতের শিকার হয়নি। ওই বাড়িটির ভেতরে একাধিক জঙ্গি সদস্য রয়েছে বলেও তিনি জানান।

র‌্যাবের কর্মকর্তা মুফতি মাহমুদ জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বাড়িটিতে জঙ্গিদের অবস্থান নিশ্চিত হয়ে সেখানে যায় র‌্যাব। প্রথম থেকেই আমরা জঙ্গিদের আত্মসমর্পণের আহ্বান জানাচ্ছি। এখন পর্যন্ত সেটি বহাল আছে। আমরা চেষ্টা করছি জঙ্গিদের আত্মসমর্পণ করানোর।

এদিকে বাড়িটিতে কতজন জঙ্গি অবস্থান করছে সে বিষয়ে এখনও স্পষ্ট তথ্য জানাতে পারেনি র‌্যাব। তবে একাধিক জঙ্গির অবস্থান রয়েছে বলে ধারণা র‌্যাবের। আজাদ নামে এক ব্যক্তি নিজেকে পোশাক শ্রমিক পরিচয় দিয়ে বাড়িটি ভাড়া নেয় বলে জানিয়েছে র‌্যাব।

আশুলিয়া ‘জঙ্গি আস্তানায়’ গুলি ও বোমার বিস্ফোরণ


সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!