• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
মানবতাবিরোধী অপরাধ

দুই জনের মৃত্যুদণ্ডাদেশ, ৩ জনের আমৃত্যু দণ্ড


নিজস্ব প্রতিবেদক জানুয়ারি ১০, ২০১৮, ১২:০৪ পিএম
দুই জনের মৃত্যুদণ্ডাদেশ, ৩ জনের আমৃত্যু দণ্ড

ঢাকা: একাত্তরের মানবতাবিরোধী অপরাধ মামলায় মৌলভীবাজারের নেসার আলী, উজের আহমেদের মৃত্যুদণ্ডাদেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এসময় ৩ জনের আমৃত্যু কারাদণ্ড দেন আদালত।

বুধবার (১০ জানুয়ারি) বেলা সাড়ে ১১ টায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ৩ বিচারপতির বেঞ্চে এ রায় দেন।

এর আগে গত ২০ নভেম্বর উভয়পক্ষের শুনানি শেষে মামলাটি রায়ের জন্য অপেক্ষামাণ রাখেন আদালত।

গত বছরের ৮ ডিসেম্বর মৌলভীবাজারের রাজনগর উপজেলার শামসুল হোসেন তরফদারসহ পাঁচ রাজাকারের বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্যে দিয়ে বিচার শুরু করা হয়।

এই পাঁচ আসামীর বিরুদ্ধে হত্যা, গণহত্যা, আটক, অগ্নিসংযোগ ও লুটপাটের বিষয়ে পাঁচটি অভিযোগ গঠন করা হয়।

অভিযুক্ত ৫ জন হলেন- মোবারক মিয়া, নেসার আলী, শামসুল হোসেন তরফদার, ইউনুস আহমেদ ও ওজায়ের আহমেদ চৌধুরী। ইউনুস আহমেদ ও ওজায়ের আহমেদ চৌধুরী ছাড়া বাকিরা পলাতক রয়েছেন।

মামলার বিবরণ থেকে জানা যায়, ২০১৬ সালের নভেম্বর এই পাঁচজনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি শেষে আদেশের জন্য আজকের দিন ধার্য করা হয়। একই বছরের ২৬ মে এই পাঁচজনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়। ২০১৪ সালের ১২ অক্টোবর আসামিদের বিরুদ্ধে তদন্ত শুরু করে তদন্ত সংস্থা।

এরপর গত বছরের ১৩ অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলে ওই দিন বিকেলেই রাজনগর উপজেলার গয়াসপুর গ্রামের ওজায়ের আহমেদ চৌধুরীকে (৬০) মৌলভীবাজার শহরের চৌমোহনা থেকে ও সোনাটিকি গ্রামের মৌলভি ইউনুছ আহমদকে (৭০) তার বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ।

এরপর ২০ জানুয়ারি তাদের বিরুদ্ধে তদন্তের চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।


সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!