• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

দুই জার্মান নাগরিক ৩দিনের রিমান্ডে


আদালত প্রতিবেদক সেপ্টেম্বর ২৮, ২০১৬, ০৭:৫৮ পিএম
দুই জার্মান নাগরিক ৩দিনের রিমান্ডে

ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মঙ্গলবার (২৭ সেপ্টম্বর) অস্ত্রসহ আটক বাংলাদেশি বংশোদ্ভূত দুই জার্মান নাগরিক আনিসুল ইসলাম তালুকাদার ও মো. মনির বেন আলিকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

বুধবার (২৮ সেপ্টেম্বর) বিমানবন্দর থানার পরিদর্শক শফিকুল ইসলাম আটক ওই দুইজনকে ঢাকার হাকিম আদালতে হাজির করে দশ দিনের রিমান্ডের আবেদন করলে শুনানি শেষে মহানগর হাকিম নূর নাহার ইয়াসমিন তিন দিনের হেফাজত মঞ্জুর করেন বলে পুলিশের অপরাধ, তদন্ত ও প্রসিকিউশন বিভাগের উপ কমিশনার মো. আনিসুর রহমান জানান।

তিনি বলেন, রিমান্ডের আবেদনে এই দুইজনকে বিশেষ ক্ষমতা আইনের মামলায় আটক দেখানো হয়েছে। শুনানির সময় দুই আসামির পক্ষে কোনো আইনজীবী দাঁড়াননি বলেও জানান তিনি।

মঙ্গলবার (২৭ সেপ্টম্বর) খেলনা বন্দুকের ঘোষণা দিয়ে নয়টি আগ্নেয়াস্ত্রসহ শাহজালাল আন্তর্জাতিক বিমাবন্দর থেকে বেরিয়ে যাওয়ার সময় দুবাই হয়ে আসা ওই দুই ব‌্যক্তিকে আটক করে কাস্টমস কর্তৃপক্ষ। পরে তাদের বিমানবন্দর থানায় হস্তান্তর করা হয়।

সোনালীনিউজ/ঢাকা/এমএইচএম

Wordbridge School
Link copied!