• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

দুই ট্রেনের সংঘর্ষ, খুলনার সঙ্গে যোগাযোগ বন্ধ


চুয়াডাঙ্গা প্রতিনিধি নভেম্বর ২৫, ২০১৭, ১০:১৯ এএম
দুই ট্রেনের সংঘর্ষ, খুলনার সঙ্গে যোগাযোগ বন্ধ

চুয়াডাঙ্গা: জেলায় দু’টি মালবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে রেলওয়ের ২ জন নিরাপত্তা কর্মী আহত হয়েছেন। দুর্ঘটনার কারণে খুলনার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। শনিবার (২৫ নভেম্বর) সকালে দর্শনা রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা হয়।

পুলিশ জানায়, খুলনা থেকে পার্বতীপুর যাচ্ছিল একটি তেলবাহী ট্রেন। দর্শনা হল্ট রেলক্রসিংয়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ভারতমুখী একটি মালবাহী ট্রেন একই লাইনে ঢুকে পড়লে তেলবাহী ট্রেনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রেন দুটির ইঞ্জিন দুমড়েমুচড়ে যায়।

এ সময় ট্রেন থেকে লাফ দিলে রেলওয়ের দু’জন নিরাপত্তা কর্মী আহত হন। খবর পেয়ে রেলওয়ের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করেন।

এদিকে দুর্ঘটনার কারণে খুলনার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। তেলবাহী ট্রেনটি উদ্ধার করে জীবননগর রেলস্টেশনে রাখা হয়েছে। মালবাহী ট্রেনটি উদ্ধার কাজ শেষ হলেই রেল যোগাযোগ স্বাভাবিক হবে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।


সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!