• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

দুই বাসের সংঘর্ষ, নিহতের সংখ্যা বেড়ে ৬


গোপালগঞ্জ প্রতিনিধি জুন ১৯, ২০১৭, ১০:৫৩ পিএম
দুই বাসের সংঘর্ষ, নিহতের সংখ্যা বেড়ে ৬

গোপালগঞ্জ: জেলার মুকসুদপুর উপজেলার ছাগলছিড়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৬ জনে দাঁড়িয়েছে। এতে আহত হয়েছেন অন্তত ২৩ জন।

সোমবার (১৯ জুন) দুপুর দেড়টার দিকে উপজেলার ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো-  বিআরটিসির বাস চালক আবুল সিকদার (৫০), বরগুনার কাওসার (১২) ও ভোলার মুন্নি আক্তার (১৮), বরিশাল সদর উপজেলার চরকাউয়া এলাকার আব্দুল আজিজ (৭০) ও করিম সরদার (২৫)। অপর একজনের পরিচয় পাওয়া যায়নি।

এছাড়া করিমের ঠিকানা পাওয়া যায়নি বলে বরিশাল মেডিক্যাল কলেজ হাসপাতালে ওয়ার্ড মাস্টার আবুল কালাম তথ্য নিশ্চিত করেছেন।

আহতদের উদ্ধার করে মাদারীপুরের রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ।

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইজাজুল বলেন, ছাগলছিড়ায় ঢাকা-বরিশাল মহাসড়কে ঢাকাগামী বিআরটিসির বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা গোল্ডেন লাইন পরিবহনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বিআরটিসির চালক আবুল সিকদারসহ দুইজন নিহত হন।

পরে আহতদের মধ্যে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় আরো দুজন মারা যান বলেও জানান তিনি।

সোনালীনিউজ/ঢাকা/এমএইচএম

গোপালগঞ্জে দুই বাসের সংঘর্ষ, নিহত ৪

Wordbridge School
Link copied!