• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

দুই বাসের সংঘর্ষে ঝরলো পাঁচ প্রাণ


পাবনা প্রতিনিধি আগস্ট ২২, ২০১৭, ১১:০০ এএম
দুই বাসের সংঘর্ষে ঝরলো পাঁচ প্রাণ

পাবনা: জেলার সুজানগর উপজেলার চীনাখড়া এলাকায় মঙ্গলবার (২২ আগস্ট) সকাল ১০টার দিকে যাত্রীবাহী দুই বাসের সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরো ২০ জন।

নিহতরা হলো- জেলার আমিনপুর থানার দাঁড়িয়াপুর গ্রামের রইস উদ্দিনের ছেলে আয়েন উদ্দিন (৬০), একই গ্রামের তায়জাল হোসেনের ছেলে মিন্টু (৩০), আতাইকুলা থানার দাপুনিয়া গ্রামের শামসুল আলমের ছেলে ও শ্যামলী পরিবহনের চালকের সহকারী সোহেল রানা (৩০), শাহাজাদপুর উপজেলার রতনকান্দি গ্রামের ফজলুল মাস্টারের ছেলে আবু সাইদ (২৫) ও অজ্ঞাতপরিচয় একজন।

পাবনার পুলিশ সুপার জিহাদুল কবির বলেন, শ্যামলী পরিবহন নামে একটি বাস পাবনা থেকে ঢাকার দিকে যাচ্ছিল। আর সাদ্দাম পরিবহন নামে অপর একটি বাস ঢাকা থেকে পাবনার দিকে যাচ্ছিল।

চিনাখরা এলাকায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই বাসই রাস্তার পাশে খাদে পড়ে গেলে ঘটনাস্থলে পাঁচজন মারা যান। দুর্ঘটনাস্থলে উদ্ধারকাজ চলছে বলে তিনি জানান।

জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক ইউনুস আলী বলেন, তারা ঘটনাস্থলে গিয়ে পাঁচজনের লাশ পান। আর আহত ২০-২২ জনকে আমাদের গাড়িতে করে পাবনা সদর হাসপাতালে পাঠানো হয়।

সোনালীনিউজ/ঢাকা/এমএইচআর

Wordbridge School
Link copied!