• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

দুই সন্তান হত্যায় মায়ের বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ


নিজস্ব প্রতিবেদক আগস্ট ২২, ২০১৬, ০৯:১৭ পিএম
দুই সন্তান হত্যায় মায়ের বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ

চলতি বছরের ২৯ ফেব্রুয়ারি রাজধানীর রামপুরা থানাধীন বনশ্রীর বি ব্লকের ৪ নম্বর সড়কের ৯ নম্বর সাততলা বাড়ির চতুর্থ তলা থেকে ইশরাত জাহান অরণী (১২) ও তার ভাই আলভী আমানকে (৭) অসুস্থ অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
 
রাত পৌনে ৮টার দিকে কর্তব্যরত চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন। ঘটনার পর দুই শিশুর বাবা-মাসহ পরিবারের অনেকেই খাদ্যে বিষক্রিয়ায় তাদের মৃত্যু হয়েছে বলে দাবি করেছিলেন।

৩ মার্চ নিজের দুই সন্তানকে হত্যার অভিযোগ এনে জেসমিনের বিরুদ্ধে মামলা করেন তার স্বামী আমানউল্লাহ। আর এ মামলায় তাদের মা মাহফুজা মালেক জেসমিনের বিরুদ্ধে অভিযোগপত্র (চার্জশিট) গ্রহণ করেছেন আদালত।

সোমবার (২২ আগষ্ট) ঢাকা মহানগর হাকিম সত্যপ্রদ শিকদার এ অভিযোগপত্র গ্রহণ করেন।   

মামলার অভিযোগ থেকে জানা যায়, এ মামলায় মা জেসমিন পাঁচদিনের রিমান্ডে ছিলেন। তিনি ফৌজদারি কার্যবিধি ১৬৪ ধারায় ম্যাজিস্ট্রেটের কাছে দুই সন্তানকে হত্যার কথা স্বীকার করে জবানবন্দি দেন।

১৪ জুন মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক লোকমান হেকিম হত্যার অভিযোগে একমাত্র আসামি করে মা জেসমিনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

অভিযোগপত্রে বলা হয়, আসামি মাহফুজা মালেক জেসমিন তার ছেলে-মেয়ে পড়ালেখায় প্রত্যাশা অনুযায়ী রেজাল্ট না করায় ক্ষুব্ধ হয়ে পরিকল্পিকভাবে ঠাণ্ডা মাথায় দুই সন্তানকে হত্যা করেন তিনি।

প্রথমে তিনি তার মেয়ে নুসরাত জাহান অরণিকে গলায় হাত চেপে ধরে ও ওড়না দিয়ে পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করেন। পরবর্তীতে ছেলে আলভী আমানকে একই ওড়না দিয়ে ঘুমন্ত অবস্থায় নাক ও মুখ চেপে ধরে শ্বাসরোধ করে হত্যা করেন।


সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!