• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

দুই স্ত্রীকে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড


রংপুর প্রতিনিধি আগস্ট ২২, ২০১৭, ০৬:১০ পিএম
দুই স্ত্রীকে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড

প্রতীকী ছবি

রংপুর: দুই স্ত্রীকে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় ইলিয়াস আলী নামে একব্যক্তিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (২২ আগস্ট) রংপুরের জেলা ও দায়রা জজ হুমায়ূন কবির রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত ইলিয়াস আলীর মিঠাপুকুর উপজেলার খোঁড়াগাথ ইউনিয়নের রূপসী গ্রামের বাসিন্দা। রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন তিনি।

মামলার বিবরণে বলা হয়, ২০১৪ সালের ১০ জুলাই রাতে পারিবারিক কলহের জের ধরে ইলিয়াস তার দ্বিতীয় স্ত্রী মাহমুদা বেগমকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করেন। এ সময় মাহমুদার চিৎকারে প্রথম পক্ষের স্ত্রী মোমেনা পাশের ঘর থেকে বেরিয়ে এসে এ ঘটনা দেখে ফেলায় তাকেও হত্যা করেন তিনি।  

পরে স্থানীয়রা ইলিয়াস আলীকে আটক করে পুলিশের হাতে সোর্পদ করেন। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী আব্দুল মালেক বলেন, ডাবল হত্যা মামলায় প্রথমে অপমৃত্যুর মামলা করা হয়। তদন্ত শেষে ওই বছরের ২০ জুলাই মিঠাপুকুর থানার এসআই নজরুল ইসলাম বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন এবং একই বছরের ১৮ ডিসেম্বর মিঠাপুকুর থানার এসআই এরশাদ আলী ইলিয়াসের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।

দীর্ঘ শুনানি শেষে আদালত মঙ্গলবার (২২ আগস্ট) আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দেন বলেও জানান তিনি।

সোনালীনিউজ/ঢাকা/এমএইচএম

Wordbridge School
Link copied!