• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

দুঘর্টনায় নিহত লাশ নিয়ে দুই থানার নাটক!


রাজশাহী প্রতিনিধি ফেব্রুয়ারি ১৫, ২০১৭, ০৬:০২ পিএম
দুঘর্টনায় নিহত লাশ নিয়ে দুই থানার নাটক!

প্রতিক ছবি

রাজশাহী: রাজশাহীর পবা লিলি হলের মোড়ে দুর্ঘাটনায় নিহত একব্যক্তির লাশ নিয়ে রাজপাড়া ও পবা থানা পুলিশের নাটকীয়তা লক্ষ্য করা গেছে। এলাকা ভাগ নিয়ে ওই দুই থানার পুলিশ নিজেদের অনড় অবস্থানে রয়েছে। একে অপরের এলাকা দাবি করে দুই থানার কোন পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হননি।

অবশেষে স্থানীয়রা লাশ উদ্ধার করে নিহতের পরিবারের কাছে হস্তান্তর করেছেন। বুধবার (১৫ ফেব্রুয়ারি) এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে ট্রলিবোঝাই ইট নিয়ে পবার কর্ণহারগ্রামের চালক স্বপন (৩০) কাশিয়াডাঙা যাচ্ছিলেন। পথে লিলি হলের মোড়ে ট্রলিটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে স্বপন ট্রলি থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান।

পরে স্থানীয়রা প্রথমে পবা থানায় খবর দেয়। সেখান থেকে জানিয়ে দেয়া হয় যে লাশটি রাজপাড়ার অধিনে। ওই এলাকা দেখাশোনা করে রাজপাড়া থানা পুলিশ। এরপর স্থানীয়রা রাজপাড়া থানায় খবর দেন। কিন্তু রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমানুল্লাহ আমান জানান, এলাকাটি পবা থানার অধিনে। তিনি উল্টো পবা থানায় যোগাযোগের পরামর্শ দেন।

দীর্ঘ সময় অপেক্ষা করে স্থানীয়রা পুলিশের উপর ভরসা না করে লাশ উদ্ধার করে স্বপনের পরিবারে কাছে হস্তান্তর করেন। তবে ইট বোঝাই ট্রলিটি সেখানেই পড়ে রয়েছে।

রাজপাড়া থানার ওসি আমানুল্লাহ আমান জানান, লাশ উদ্ধার করেছে পবা থানা পুলিশ। তিনি এর বেশি কিছু জানেন না বলেও মন্তব করেন।

অপরদিকে পবা থানার ওসি পরিমল চক্রবর্তি জানান, দুর্ঘটনার ব্যাপারে রাজপাড়া থানা পুলিশ ভালো জানেন।

সোনালীনিউজ/ঢাকা/এমএইচএম

Wordbridge School
Link copied!