• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

দুটি নৌকা বোঝাই ৩৬ রোহিঙ্গা ফেরত


টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি ডিসেম্বর ২৩, ২০১৬, ০৫:৪০ পিএম
দুটি নৌকা বোঝাই ৩৬ রোহিঙ্গা ফেরত

কক্সবাজার: বাংলাদেশে অনুপ্রবেশের সময় রোহিঙ্গা বোঝাই দুটি নৌকা ফেরত পাঠিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় নৌকা দুটিতে থাকা ৩৬ রোহিঙ্গাকে মিয়ানমারে ফেরত যেতে বাধ্য করে বিজিবি।

শুক্রবার (২৩ ডিসেম্বর) ভোর চারটা থেকে সকাল সাতটা পর্যন্ত তারা নাফনদী পার হয়ে কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা সীমান্ত পয়েন্ট দিয়ে অনুপ্রবেশের চেষ্টা চালায়।

টেকনাফ-২ বিজিবির উপ-অধিনায়ক মেজর আবু রাসেল ছিদ্দিকী জানান, হ্নীলা সীমান্ত পয়েন্ট দিয়ে রোহিঙ্গা বোঝাই দুটি নৌকা অনুপ্রবেশের চেষ্টা করে। এ সময় বিজিবি সদস্যরা নৌকা দুটি মিয়ানমারে ফেরত যেতে বাধ্য করে। ওই দুটি নৌকায় ৩৬ জন রোহিঙ্গা শিশু, নারী ও পুরুষ ছিল। তবে শিশুর সংখ্যা অনেক বেশি ছিল।


সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!