• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

দুদকে কয়লা খনির উপমহাব্যবস্থাপক


নিজস্ব প্রতিবেদক আগস্ট ১৬, ২০১৮, ০১:১৭ পিএম
দুদকে কয়লা খনির উপমহাব্যবস্থাপক

ঢাকা: বড়পুকুরিয়ায় কয়লা লোপাটের ঘটনা তদন্তে তলবের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার (১৬ আগস্ট) দুদক কার্যালয়ে হাজির হয়েছেন খনির উপমহাব্যবস্থাপক নাজমুল হক ও মাইন অপারেশন বিভাগের ব্যবস্থাপক শোয়েবুর রহমান।

সকাল ১১টার দিকে তারা দুদক কার্যালয়ে হাজির হলে তাদেরকে জিজ্ঞাসাবাদ শুরু করে দুদকের তদন্তকারী কর্মকর্তারা।

এর আগে গত সোম ও মঙ্গলবার এ মামলায় মহাব্যবস্থাপক মিজানুর রহমান, প্রাক্তন এমডি প্রকৌশলী খুরশিদুল হাসান, সাবেক ব্যবস্থাপনা পরিচালক আমিনুজ্জামানসহ বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করে দুদক। এ মামলায় ৫ জন ব্যবস্থাপনা পরিচালকসহ ৩১ জনকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে।

এছাড়া মামলার ১৯ আসামিসহ পেট্রোবাংলার ২১ কর্মকর্তার বিরুদ্ধে দেশ ত্যাগের নিষেধাজ্ঞা দিয়ে চিঠি দেয় প্রতিষ্ঠানটি। জালিয়াতির মাধ্যমে বড়পুকুরিয়ার ১ লাখ ৪৫ হাজার টন কয়লা খোলা বাজারে বিক্রি করে প্রায় ২৩০ কোটি টাকা আত্মসাতের ঘটনার তদন্ত করছে দুর্নীতি দমন কমিশন।


সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!