• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

দু’দলের সমান সুযোগ দেখছেন লাথাম


ক্রীড়া প্রতিবেদক জানুয়ারি ২১, ২০১৭, ০৮:৩৬ পিএম
দু’দলের সমান সুযোগ দেখছেন লাথাম

ঢাকা: ওয়েলিংটন টেস্টের প্রথম চার দিন মুশফিকুর রহীমরা কর্তৃত্ব করার পরও শেষ দিনে হেরে গেছে বাংলাদেশ। সবাই ভেবেছিল, এই টেস্টে আর যাই হোক বাংলাদেশ হারছে না! কিন্তু শেষ পর্যন্ত পরাজয়ই সঙ্গী হয়েছে। তাই ক্রিকেটে আগ বাড়িয়ে কিছু বলাটাও মুশকিল।

তবে ক্রাইস্টচার্চ টেস্ট দ্বিতীয় দিন শেষে যে জায়গায় দাঁড়িয়ে তাতে দুদলেরই সমান সমান সুযোগ রয়েছে জয়ের। নিউজিল্যান্ডের ওপেনার টম লাথামও বলছেন সেই কথা। তিনি বলেন,‘ আমি মনে করি, ম্যাচে দুদলের সমান সম্ভাবনা রয়েছে।’

বৃষ্টির কারণে দ্বিতীয় দিনের খেলা একটু আগেই শেষ হয়েছে। তাতে ৭ উইকেটে নিউজিল্যান্ড তুলতে পেরেছে ২৬০ রান। হাতে ৩ উইকেট নিয়ে তৃতীয় দিন কিউইরা কি করতে পারেন এখন সেটাই দেখার। লাথাম মনে করেন, ৪ রানের মধ্যে ৩ উইকেট হারানোতেই ম্যাচে অনেকটা গতি পেয়েছে বাংলাদেশ। তার মতে,‘ শেষ দিকের ওই ৩ উইকেটই ম্যাচটিকে সমান জায়গায় নিয়ে এসেছে। এতে তারা একটু গতিই পেয়েছে।’

ম্যাচের মোড় কোন দিকে যাবে সেটা নির্ধারণ হবে রোববার সকালের সেশনেই। লাথামও তাই মনে করেন,‘ দুই দলের জন্য আগামীকালের (রোববার) প্রথম সেশনটা গুরুত্বপূর্ণ। ৫০-এর বেশি রান নিয়ে উইকেটে আছেন হেনরি নিকোলস। ও ভালো ব্যাটিংও করছে। যতটা সম্ভব আমরা যদি নিজেদের ভালো একটা অবস্থানে নিয়ে যেতে পারি তাহলে বোলিংয়ে তাদের চাপে ফেলতে পারব।’


সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!