• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

দুধে ভেজাল, পুলিশের তুলকালাম


পটুয়াখালী প্রতিনিধি জুন ১৮, ২০১৭, ০৪:০৫ পিএম
দুধে ভেজাল, পুলিশের তুলকালাম

পটুয়াখালী: দুধে ভেজাল থাকায় বিক্রেতাকে ধোলাই দিয়ে হাসপাতালে পাঠিয়েছেন পুলিশের এক সদস্য।

বাউফল উপজেলায় পুলিশ সদস্য মো. আলমগীর হোসেনের (৩৫) বিরুদ্ধে মো. সাইফুল ইসলাম (৩২) নামে এক দুধ বিক্রেতাকে ধোলাই দেয়ার অভিযোগ পাওয়া গেছে।

রোববার (১৮ জুন) সকাল ১০টার দিকে বাউফল থানার অদূরে ডাকবাংলোর সামনে এ ঘটনা ঘটে।

সাইফুল ইসলাম জানান, চার দিন আগে তার কাছ থেকে পুলিশ সদস্য আলমগীর ১০ লিটার দুধ কেনেন। ওই দুধে ভেজাল ছিল—দাবি করে আজ সকাল ১০টার দিকে সাইফুলকে মারধর করেন আলমগীর। এলোপাতাড়ি কিল-ঘুষি ও লাথি মেরে তাকে আহত করেন পুলিশ সদস্য আলমগীর। পরে স্থানীয় লোকজন সাইফুলকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

মারধর করা হয়নি দাবি করে পুলিশ সদস্য আলমগীর হোসেন বলেন, দুধে ভেজাল ছিল—এ বিষয়ে তাঁকে জিজ্ঞাসা করেছিলাম।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আযম খান ফারুকী বলেন, লিখিত অভিযোগ পেলে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সোনালীনিউজ/ঢাকা/জেএ

Wordbridge School
Link copied!