• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

দুরন্ত গতিতে ছুটছে ফেড এক্সপ্রেস


ক্রীড়া ডেস্ক আগস্ট ১৩, ২০১৭, ০৯:৪৭ পিএম
দুরন্ত গতিতে ছুটছে ফেড এক্সপ্রেস

ঢাকা: ২০১৭ মৌসুমটা ভালোই কাটছে রজার ফেদেরারের। বছর শুরু করেছিলেন অস্ট্রেলিয়ান ওপেন জয় করে। তারপর একে একে জিতেছেন ইন্ডিয়ান ওয়েলস, মায়ামি ও উইম্বলডন। এবার রজার্স মাস্টার্সের ফাইনালে উঠলেন সুইস মহাতারকা। নেদারল্যান্ডসের রবিন হাসেকে সরাসরি সেটে (৬-৩,৭-৬) হারিয়ে দিয়েছেন তিনি।

ইউএস ওপেনের আগে যে তিনি ছন্দেই আছেন তা বুঝিয়ে দিচ্ছেন ফেদেরার। এর আগে ২০০৪ ও ২০০৬ সালে এখানে ট্রফি জিতেছিলেন ফেড এক্সপ্রেস। ফাইনালে তিনি খেলবেন জার্মানির আলেকজান্ডার জেভেরেভের বিরুদ্ধে। ফাইনালে ওঠার পর ১৯ গ্র্যান্ড স্লামের মালিক বলেন, ‘আরও একটা ফাইনালে উঠলাম। সবচেয়ে বড় ব্যাপার শারীরিকভাবে একদম চাঙ্গা রয়েছি। ফাইনালে ওঠার পথে খুব বেশি পরিশ্রমও করতে হয়নি।’

এই ম্যাচ জিতলে ইভান লেন্ডলের ৯৪টি এটিপি ওয়ার্ল্ড ট্যুর খেতাব রেকর্ড ছুঁয়ে ফেলবেন সুইস মায়েস্ত্রো। টেনিসের ওপেন এরায় সবচেয়ে বেশি ট্যুর শিরোপা জেতার রেকর্ড রয়েছে জিমি কোনর্সের। ২৪ বছরের দীর্ঘ ক্যারিয়ারে একমাত্র খেলোয়াড় হিসেবে ১০৯টি এটিপি ওয়ার্ল্ড ট্যুর শিরোপা জিতেছেন এই মার্কিন কিংবদন্তি।

সোনালীনিউজ/ঢাকা/আরআইবি/জেডআই

Wordbridge School
Link copied!