• ঢাকা
  • মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

দুর্গত মানুষের পাশে দাঁড়াতে অপুর আহ্বান


বিনোদন প্রতিবেদক আগস্ট ১৯, ২০১৭, ০৬:০৪ পিএম
দুর্গত মানুষের পাশে দাঁড়াতে অপুর   আহ্বান

ঢাকা: ‘চার দিকে শুধু পানি আর পানি। দেশের অসংখ্য ঘর-বাড়ি আজ পানির নিচে। আসুন আজ আমরা দেশের এই অসহায় আর দুর্গত মানুষদের পাশে দাঁড়াই। তাদের সাহায্য করি। আমি এসেছি, আপনিও আসুন,’ এভাবেই দেশের সবার প্রতি এবং তার দর্শক ও ভক্তদের কাছে আহ্বান জানালেন জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস।

সাধারণ মানুষের জন্য তিনি উদ্বিগ্ন। অপু বলেন, ‘সরকার যা করার তো করবেই। কিন্তু এটা অনেক বড় দুর্যোগ! এই অবস্থা কাটিয়ে ওঠার জন্য আমাদের সবাইকে একযোগে কাজ করতে হবে। সবার জন্য দোয়া করতে হবে।’

জানালেন, তিনি বিভিন্ন উপায়ে বন্যা দুর্গত এলাকায় ত্রাণ পাঠানোর উদ্যোগ নিয়েছেন। তবে এ কাজ তার একার পক্ষে সম্ভব নয়। অন্যদের সঙ্গে কাজটি করছেন তিনি। প্রচারের জন্য নয়, দায়িত্ববোধের জায়গা থেকে তিনি এগিয়ে এসেছেন।

এদিকে অপু বিশ্বাস অভিনীত ‌ ‌‌পাঙ্কু জামাই' ছবির ডাবিং কাজ শুত্রবার (১৮ আগস্ট) শেষ হল। ছবিটি পরিচালনা করেছেন মান্নান গাজীপুরী ।

অপুর অসমাপ্ত কাজের মধ্যে রয়েছে ‘মাই ডার্লিং’, ‘মা’ ও ‘লাভ’ নামের তিনটি ছবি। এ তিনটি ছবিতে অপুর নায়ক শাকিব খান। খুব শিগগিরই ছবিগুলোর শুটিং কাজ শুরু হবে।

সোনালীনিউজ/বিএইচ

Wordbridge School
Link copied!