• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
বরিশালে মতবিনিময় সভায় বক্তারা

দুর্ণীতির লাগাম টেনে ধরতে ব্যর্থ দুদক


বরিশাল ব্যুরো আগস্ট ১৮, ২০১৮, ০৯:১৯ পিএম
দুর্ণীতির লাগাম টেনে ধরতে ব্যর্থ দুদক

বরিশাল : সরকার দুর্ণীতি দমন কমিশন (দুদক) গঠন করার আগেই  ট্রান্সপারেন্সি ইন্টরন্যাশনল এদেশে সচেতন নাগরিক কমিটি (সনাক) গঠন করে দুর্ণীতির বিরুদ্ধে সামাজিক আন্দোলন শুরু করে।

পরবর্তীতে দুদক গঠন হলেও এ প্রতিষ্ঠানটির এখনও অনেক আইনী দুর্বলতা এবং কমিশনের সদস্যদের সিমাবদ্ধতা রয়েছে। ফলে দেশে দুর্ণীতির লাগাম টেনে ধরতে ব্যর্থ হয়েছে দুদক। দুর্ণীতির বিরুদ্ধে বাংলাদেশে সনাকের সামাজিক আন্দোলন এখন বিশ্বের রোল মডেলে পরিনত হয়েছে।

শনিবার (১৮ আগস্ট) বরিশালে সনাক আয়োজিত ‘দুর্নীতি বিরোধী সামাজিক আন্দোলনে গনমাধ্যম কর্মীদের করনীয়’ শীর্ষক এক মতবিনিময় সভায় বক্তৃারা এ মতামত দেন।  নগরীর সদর রোডের কীর্তনখোলা মিলনায়তনে  এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।  

সনাক বরিশালের সভাপতি অধ্যক্ষ জাহিদ হোসেনের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য দেন সাবেক সভাপতি অ্যাডভোকেট মানবেন্দ্র বটব্যাল ও সুজনের মহানগর সভাপতি অধ্যাপক শাহ্ সাজেদা, উন্নয়ন কর্মী রফিকুল আলম, শুভংকর চক্রবর্তী প্রমুখ।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!